সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মীদের বিদেশ সফরের ক্ষেত্রে এবার কঠোর নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ আজ নবান্ন (Nabanna) থেকে এই নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট বলা রয়েছে, কোনও পূর্ব অনুমতি ছাড়া বিদেশ সফর বা ভ্রমণের ব্যবস্থা করা যাবে না। এমনকি ভ্রমণ সংক্রান্ত বুকিং বা হোটেল, কিংবা টিকিট বুকিং এর মতো পদক্ষেপ নেওয়ার আগেও অনুমতি নিতে হবে।
কী বলা হল নবান্নের নির্দেশিকায়?
রাজ্যের মুখ্য সচিব আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও সরকারি কাজের জন্য বিদেশ সফর কিংবা বেড়াতে যাওয়া, যে কোনও ক্ষেত্রেই অনুমতি ছাড়া ভ্রমণ বা থাকার ব্যবস্থা করা যাবে না। সম্প্রতি দেখা যাচ্ছে, বিভিন্ন দপ্তরের কিছু কিছু কর্মচারী বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার আগেই টিকিট বুকিং কিংবা হোটেল বুকিং করে ফেলছে। এই ধরনের কাজ সম্পূর্ণ প্রশাসনিক নিয়মের অবমাননা করে। যারা অনুমতি ছাড়াই এই ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, বিদেশ সফর সংক্রান্ত অনুমতি প্রক্রিয়ায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই নয়া নির্দেশিকা। এর মাধ্যমে কর্মচারীরা প্রশাসনিক নিয়ম মেনে চলবে। রাজ্য সরকারের একা আধিকারিক এ বিষয়ে বলেছেন, প্রত্যেকটি সফরের অনুমোদনের জন্যই একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। আর সেটি উপেক্ষা করে আগে থেকে বুকিং করলে প্রশাসনের পক্ষে তা পরবর্তী সময়ে সমস্যা সৃষ্টি হতে পারে। এমনকি সম্প্রতি দেখা গিয়েছে, সরকারি কর্মচারীরা আগে থেকেই বিদেশ সফরের যাবতীয় প্রস্তুতি সেরে তাই ছুটির আবেদন করে। তবে এখন থেকে আর তা হবে না। এর ফলে বিদেশ সফর সংক্রান্ত অনুমতি প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ সেতু ভেঙে বন্ধ কলকাতা-দিঘার রাস্তা, কবে ব্রিজ ঠিক হবে, বিকল্প পথ কোনটা?
চার সপ্তাহ আগেই করতে হবে আবেদন
উল্লেখ্য, মুখ্য সচিবদের নির্দেশিকায় জানানো হয়েছে, সফরের ক্ষেত্রে বা সাধারণ পরিস্থিতিতে কোনও কর্মীর ছুটির মেয়াদ শুরুর অন্তত চার সপ্তাহ আগেই অনুমতির আবেদন দপ্তরের কাছে পাঠাতে হবে। শেষ মুহূর্তে প্রস্তাব পাঠিয়ে আর অনুমোদন মিলবে না। পাশাপাশি ভ্রমণ বা থাকার ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে আর কোনও শিথিলতা দেখানো যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী, বিদেশ সফরের ক্ষেত্রে পূর্ব অনুমতি নেওয়া এবার বাধ্যতামূলক করা হচ্ছে। নাহলে সেই কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।