বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টে 140 রান ও 1 ইনিংসে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্টে দিল্লির পিচে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে 518 রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে (India Vs West Indies) তার জবাবে মাত্র 248 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজকে উচিত শিক্ষা দিতে ফলো অন চাপাল ভারত। তাই দ্বিতীয় ইনিংসে বাধ্য হয়েই ব্যাট করতে হচ্ছে প্রতিপক্ষকে।
কুলদীপের ঘূর্ণির জোরের কাছে হার মানল ওয়েস্ট ইন্ডিজ
ভারতের বিরাট রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচের শুরুটা খুব একটা ভাল হয়নি তাদের। রবীন্দ্র জাদেজার আক্রমণের সামনে মাথা নুইয়ে প্রথমেই আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। এরপর থেকে সময় যত গড়িয়েছে ভারতীয় বোলিং আক্রমণের সামনে ক্রমশ দুর্বল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বলা বাহুল্য, ভারতীয় দলের বিরাট লক্ষ্য তাড়া করার ইচ্ছে বুকে নিয়ে লড়লেও এদিন কুলদীপ যাদবের সামনে একে একে ভেঙে পড়েছিল ক্যারিবিয়ানদের দুর্গ। না বললেই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একার হাতে 5 উইকেট ভেঙেছেন কুলদীপ যাদব। এদিন 82 রান খরচ করে এই কীর্তি করেছিলেন ভারতীয় স্পিনার। আর তাতেই 248 রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানদের দল। ফলে, প্রথম ইনিংসে ভারতের থেকে অনেক কম রান তোলায় না পেরে ফলো অনের সাথে জুঁজতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।
অবশ্যই পড়ুন: IPL থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি! রিপোর্ট
প্রসঙ্গত, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ফলো অন পেয়ে দ্বিতীয় ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমেই 12 ওভারে 1 উইকেটে 33 রান তুলেছিল রস্টন চেজের দল। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, প্রথমত ভারতের বিরাট রানের পাহাড় তার উপর মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিপদজনক বোলিংয়ের সামনে জয়ের রাস্তা খোঁজাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিনই নয়, কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে।