সৌভিক মুখার্জী, কলকাতা: গত বছর আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা এখনও তরতাজা। তারই মধ্যে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, ওই নির্যাতিতা ওড়িশার বাসিন্দা। আর রাত ন’টা নাগাদ সে এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজের ক্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিল। আর সেখানেই পাঁচ যুবক তাঁকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এবার এ নিয়েই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী বললেন মমতা?
এমনিতেই এই ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। সেই প্রসঙ্গেই মুখ খুললেন মমতা। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় পুলিশকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই তিনজন গ্রেফতার হয়েছে। একইসঙ্গে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজ থেকে কীভাবে ওই পড়ুয়া রাতে বের হলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ববোধ থাকা দরকার।
মুখ্যমন্ত্রী বলেছেন, রাত সাড়ে ১২টা নাগাদ ওই ছাত্রী কীভাবে ক্যাম্পাসের বাইরে বেরোয়? এক্ষেত্রে নিশ্চিত কলেজের কোনও গাফিলতি রয়েছে। মেডিকেল কলেজগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, বেসরকারি মেডিকেল কলেজগুলির উচিত, যাতে পড়ুয়াদের বিশেষ করে মেয়েদের রাতের দিকে বাইরে বেরোতে না দেয়। বিভিন্ন রাজ্যের ছেলে-মেয়েরা এসব কলেজগুলোতে পড়তে আসে। তাদেরকে আমি অনুরোধ করব, রাত্রিবেলা যেন না বেরোয়। কারণ, পুলিশে জানতে পারে না কখন কী ঘটছে, কে কোথায় যাচ্ছে। পুলিশ তো আর সবার বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।
#WATCH | Kolkata, WB: On the alleged gangrape of an MBBS student in Durgapur, CM Mamata Banerjee says, “… The girls should not be allowed to go outside (college) at night. They have to protect themselves also. There is a forest area. Police are searching all the people. Nobody… https://t.co/9cck7wwxcn pic.twitter.com/OnuFiFSIAz
— ANI (@ANI) October 12, 2025
আরও পড়ুনঃ অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ নয়! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য কড়া নির্দেশিকা নবান্নর
গ্রেফতার হয়েছে তিনজন
জানিয়ে রাখি, তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই এই গণধর্ষণের কাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করে ফেলেছে। তবে এখনও দু’জন অভিযুক্ত পলাতক। তাদের খুঁজে বের করার জন্য পুলিশ ড্রোন উড়িয়েও তল্লাশি চালাচ্ছে। বর্তমানে ছাত্রীটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে আর মেডিকেল তত্ত্বাবধানে রয়েছে সে। পাশাপাশি এই ঘটনায় পুলিশ মেডিকেল কলেজের কর্মী এবং ছাত্রীর সাথে আসা পুরুষ বন্ধু সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এমনকি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।