অবসরের একদিন পরেই মিলবে বকেয়া সহ নানান সুবিধা, পেনশন নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের

Published:

Central Government Employee
Follow

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Government Employee)? এই বছর বা সামনের বছর অবসর নেবেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আসলে এবার অবসরকালীন সুবিধাগুলি সময়মতো প্রদান নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। এবার থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা এখন বিলম্ব ছাড়াই সমস্ত সুবিধা পাবেন।

বড় সিদ্ধান্ত কেন্দ্রের

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনভোগীদের কল্যাণ বিভাগ (DOPPW) ১০ অক্টোবর, ২০২৫ তারিখে নতুন নির্দেশিকা ঘোষণা করেছে। নির্দেশিকা অনুসারে, প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারীকে তাদের অফিস প্রধান একজন কল্যাণ কর্মকর্তা, যাকে পেনশন মিত্রও বলা হয়, নিযুক্ত করবেন। এই পেনশন মিত্র কর্মচারীকে অবসর গ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত ফর্ম এবং পদ্ধতি পূরণ করতে সহায়তা করবে। যদি পেনশনভোগী মারা যান, তাহলে পেনশন মিত্র পরিবারকে প্রয়োজনীয় নথি জমা দিতে এবং পারিবারিক পেনশন পাওয়ার দাবি যাচাই করতেও সহায়তা করবে।

নির্দেশিকা জারি কেন্দ্রের

পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় উন্নত করা এবং পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুবিধাগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা। এর লক্ষ্য হল কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (সিসিএস) কর্মীদের জন্য পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) বা ই-পিপিও সময়মত জারি করা নিশ্চিত করা।

পেনশন প্রক্রিয়ায় বড় পরিবর্তন

DPPW জানিয়েছে যে পেনশন পেমেন্ট অর্ডার (PPO/e-PPO) ইস্যুতে বিলম্ব কমাতে বড় ধরণের পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে, যেমন: CCS (পেনশন) বিধি, ২০২১ অনুসারে, ভিজিল্যান্স ক্লিয়ারেন্স মুলতুবি থাকার কারণে এখন পেনশন পেমেন্ট আটকে রাখা যাবে না। নতুন নিয়ম অনুসারে, সমস্ত মন্ত্রক বা বিভাগকে নিশ্চিত করতে হবে যে অবসর গ্রহণকারী কর্মচারীদের ভিজিল্যান্স ক্লিয়ারেন্স অবসর গ্রহণের কমপক্ষে তিন মাস আগে সম্পন্ন হয়েছে। কারণ বর্তমান নিয়ম অনুসারে, এই ক্লিয়ারেন্স তিন মাসের জন্য বৈধ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join