বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 15 আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের অন্যান্য জায়গার মতোই বাঁকুড়ার জুনবেদিয়া ঘোড়া মোড়েও উত্তোলিত হয়েছিল স্বাধীন ভারতের পতাকা। তবে পরবর্তীতে তা সরিয়ে নেওয়ায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari On TMC)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে, শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেতা।
ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর
বিভিন্ন সময়ে তৃণমূল সরকারের নানান সিদ্ধান্তের বিরোধিতা করে গর্জে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। এবারও সেই নিয়মের অন্যথা হল না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঁকুড়ার জুনবেদিয়া ঘোড়া মোড় থেকে জাতীয় পতাকাটি খুলছেন সাদা পোশাক পরিহিত দুজন ব্যক্তি। দেখা যায়, পতাকাটি উপর থেকে টেনে নামিয়ে সেটি গুটিয়ে নিয়ে গেলেন তারা। আর এমন কর্মকাণ্ডের পরই সমাজ মাধ্যমে তার বিরোধিতা জানিয়ে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু।
নিজের এক্স হ্যান্ডেলে জাতীয় পতাকা খুলে নেওয়ার ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তার পুতুল প্রশাসন আমাদের পবিত্র ত্রিবর্ণরঞ্জিত পতাকার প্রতি যে নির্মম অসম্মান দেখিয়েছে তা দেখে আমি বিস্মিত, ক্ষুব্ধ এবং গভীরভাবে লজ্জিত।’ বিজেপি নেতা জানান, ‘বাঁকুড়ার জুনবেদিয়া, ঘোড়া মোড়ে আমাদের সাহসী প্রাক্তন সৈনিকরা 15 আগস্ট গর্বের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যা ভারতের চেতনার প্রতীক। কিন্তু তৃণমূলের নেতৃত্বাধীন বাঁকুড়া প্রশাসন এটা কী করল? তাদের তৃণমূল নেতাদের নির্দেশে, গতকাল গভীর রাতে জোর করে আমাদের দেশের পতাকা সরিয়ে ফেলা হয়েছে।’
শুভেন্দু আরও লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন কি এই পর্যায়ে নেমে এসেছে? পশ্চিমবঙ্গ, এমন একটি রাজ্য যেখানে পুলিশ জাতীয় পতাকা জোর করে নামিয়ে দেয়, অন্যদিকে মিরিকের মতো বন্যা কবলিত স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে এই পুলিশই তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে?’ রাজ্যের বিরোধী দলনেতার মতে, ‘এটা শুধুমাত্র আমাদের জাতীয় পতাকার অপমান নয়, এটি জাতির গর্বের উপর আক্রমণ। একই সাথে এটি বিশ্বাসঘাতকতার এমন একটি কাজ যা তৃণমূল নেতৃত্বের একদম উপর থেকে গোড়া পর্যন্ত ছড়িয়ে রয়েছে।’
অবশ্যই পড়ুন: কারখানায় তৈরি হচ্ছে জাল কোলগেট টুথপেস্ট! হানা দিতেই চক্ষু চড়কগাছ পুলিশের
বাঁকুড়ার প্রশাসনের দিকে আঙুল তোলার পাশাপাশি এদিন জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিঁধে ছিলেন শুভেন্দু। বিজেপি নেতা তার পোস্টে এও লেখেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দেশপ্রেমের ক্রমবর্ধমান জোয়ারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয়? আমাদের হৃদয়ে জাতীয় গর্ব জাগ্রত হলে তিনি কেন এত ভয় পান? এসবের মধ্যে দিয়ে তিনি কি বিভাজনের রাজনীতি করছেন?’ সবশেষে শুভেন্দু লিখেন, আমি স্পষ্ট ভাবে বলতে চাই, পশ্চিমবঙ্গ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি ভারতের বাইরে নয়। আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা প্রতিটি ভারতীয়র অধিকার। সেটা কেউ দমিয়ে রাখতে পারবে না।’
I am appalled, outraged, and deeply ashamed to witness the blatant disrespect shown to our Sacred Tricolor by Mamata Banerjee’s Police and her puppet Administration.
In Bankura’s Junbedia, Ghora Mor, our brave Ex-Servicemen hoisted the national flag with pride on August 15,… pic.twitter.com/IofJMmLpsE— Suvendu Adhikari (@SuvenduWB) October 12, 2025