Google Maps-কে টক্কর দিচ্ছে স্বদেশী Mappls, রয়েছে লাইভ ট্র্যাকিং থেকে ৩৬০ ডিগ্রি ভিউ

Published:

Mappls
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে Zoho কর্পোরেশনের উদ্যোগে তৈরি Arattai নামের দেশীয় ম্যাসেজিং অ্যাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আর তারপর থেকেই একের পর এক ভারতীয় এই অ্যাপের দিকে ঝুঁকছে। আর এবার সেই তালিকায় আরও এক নাম যুক্ত হল। তা হল Mappls। Arattai এর পর Zoho Mail, তারপর Mappls। জানা যাচ্ছে, গুগল ম্যাপকে টক্কর দিতেই এই অ্যাপটি এবার দেশীয় প্রযুক্তিতে বাজারে আসছে।

কী এই Mappls অ্যাপ?

জানিয়ে রাখি, Mappls ভারতের নিজস্ব ম্যাপ অ্যাপ, যা ম্যাপ মাই ইন্ডিয়া তৈরি করেছে। দেখতে আর ব্যবহার করতে এটি সম্পূর্ণ গুগল ম্যাপের মতো হলেও এর মধ্যে এমন কিছু আধুনিক আর দেশীয় বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে আরও একধাপ এগিয়ে রাখছে। জানা যাচ্ছে, এই অ্যাপটি দেশের প্রত্যন্ত কোণায় কোণায় সঠিক দিকনির্দেশক হিসেবে কাজ করবে। আর এতে লাইভ ট্রাফিক আপডেট, রিয়েল টাইম লোকেশন শেয়ারিং-এর সুবিধা রয়েছে।

এর সবথেকে বড় আকর্ষণ হল Mappls Pin ফিচার। মাত্র ছয় অক্ষরের এই ইউনিট কোডের মাধ্যমেই আপনি নিজের কিংবা অন্য যে কোনও কারোর লোকেশন খুব সহজেই শেয়ার করতে পারবেন। ফলে অনলাইন ডেলিভারি, ট্যাক্সি বুকিং বা কোনও জায়গার ঠিকানা পাওয়া সবই এখন জলভাত হয়ে উঠবে। সবথেকে বড় ব্যাপার, এই প্রযুক্তি এখনও পর্যন্ত গুগল ম্যাপেও দেওয়া নেই। ফলে ভারতের ই-কমার্স বা লজিস্টিক ও পরিবহন খাতে এই ফিচার বিরাট ভূমিকা রাখতে চলেছে।

রয়েছে RealView ফিচার

Mappls এর আরও এক দারুণ ফিচার হল RealView। এর মাধ্যমে আপনি দেশের বড় বড় শহরের রাস্তাঘাট কিংবা ল্যান্ডমার্ক বা ছোট আনাচেকানাচের জায়গাগুলি 360 ডিগ্রি প্যানারমিক দৃশ্য দেখতে পারবেন। গুগলের Street View এর মতোই এই ফিচার কাজ করবে। তবে ভারতের ক্ষেত্রে ম্যাপের কভারেজ অনেকটাই বেশি। আর নিয়মিত আপডেট দেবে। সবথেকে বড় কথা, এর সমস্ত ডেটা ভারতের মধ্যেই সংরক্ষিত হয়।

এদিকে গুগল ম্যাপ যেখানে গ্লোবাল সার্ভারের ডেটা সংরক্ষণ করে রাখে, সেখানে Mappls সম্পূর্ণ ভারতের সার্ভারের উপর কাজ করছে। ফলে দেশের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই অ্যাপটি পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং নিয়মিত আপডেট হবে। নতুন রাস্তাঘাট, কলোনি বা ছোট শহরের মানচিত্র খুব দ্রুত যুক্ত হবে এই অ্যাপে।

ইভি ব্যবহারকারীদের জন্য সুখবর

বর্তমান সময়ে যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছে, তাদের জন্য Mappls হতে পারে সেরা বিকল্প। কারণ, এই অ্যাপটিতে দেখা যাবে রিয়েল টাইমে কোথায় কোথায় ইভি চার্জিং স্টেশন রয়েছে, এমনকি কোনটি খালি বা কোনটি ব্যস্ত। এছাড়াও পথের গর্ত, যানজট, দুর্ঘটনা সবকিছুই নির্দেশ করবে এই অ্যাপ যা গুগল ম্যাপের মধ্যেও পাওয়া যায় না।

আরও পড়ুনঃ সেতু ভেঙে বন্ধ কলকাতা-দিঘার রাস্তা, কবে ব্রিজ ঠিক হবে, বিকল্প পথ কোনটা?

ট্রাফিক লাইভ আপডেট

Mappls এর আরও এক স্মার্ট ফিচার হল ট্রাফিক লাইভ আপডেট। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, কোন ট্রাফিক সিগন্যাল বর্তমানে লাল আবার কোনটি হলুদ বা কোনটি সবুজ। এমনকি কখন তা পরিবর্তিত হবে, তাও তথ্য দেবে এই অ্যাপ। আর এই তথ্য স্থানীয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকেই সরাসরি নেওয়া হবে। আপাতত কিছু শহরে চালু হলেও শীঘ্রই গোটা দেশে এই ফিচার চালু করা হবে বলে জানানো হয়েছে। বর্তমান সময়ে নেভিগেশন অ্যাপের ক্ষেত্রে গুগল ম্যাপ একমাত্র ভরসা ছিল। তবে এবার দেশীয় প্রযুক্তিতেই Mappls তাদের জায়গা কেড়ে নিতে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join