কৌশিক দত্ত, কলকাতাঃ চাকদার এক তৃণমূল নেতার নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Chakdaha Tmc Leader Viral Video) হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই গোটা চাকদায় শোরগোল পড়ে যায়। তৃণমূল সূত্রে খবর, চাকদা শহরের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি নারায়ণ মণ্ডল স্বীকার করেছেন যে, ওই ভিডিওটি তাঁর। এরপরেই তাঁকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
চাকদার তৃণমূল নেতার নগ্ন ভিডিও ভাইরাল!
প্রাপ্ত খবর অনুযায়ী, চাকদা শহরের তৃণমূল কংগ্রেস নেতা নারায়ণ মণ্ডলের একটি ভিডিও কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতার এমন ভিডিও দেখে চাকদা শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবকৃষ্ণ মজুমদার নিজে অভিযুক্ত নারায়ণ মণ্ডলকে ফোন করেন।
দলের সমস্ত পদ থেকে অপসারিত অভিযুক্ত তৃণমূল নেতা
তৃণমূল সূত্রে খবর, দেবকৃষ্ণ মজুমদার সেই ভাইরাল ভিডিওর সত্যতা নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্ত নারায়ণ মণ্ডল স্বীকার করে নেন যে, ওই ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, সেটা তিনি। এরপরই দেবকৃষ্ণবাবু স্থানীয় ও জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে নারায়ণ মণ্ডলকে সমস্ত পদ থেকে সরিয়ে দেন।
সংবাদ প্রতিদিনকে চাকদার বাসিন্দা তথা চিকিৎসক দিবাকর চৌধুরী জানান যে, নারায়ণ মণ্ডলের সঙ্গে জমি মাফিয়াদের ওঠাবসা রয়েছে। এছাড়াও ভূমিদফতরের আধিকারিকের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে তাঁর।
ব্ল্যাকমেইল করতেন অভিযুক্ত তৃণমূল নেতা নারায়ণ মণ্ডল
নারায়ণ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, মহিলাদের নানান প্রলোভন দেখিয়ে ভূমিদফতরের আধিকারিকের সঙ্গে সহবাস করাতে বিভিন্ন হোটেলে পাঠাতেন নারায়ণ মণ্ডল। এরপর নাকি ব্ল্যাকমেইল করে মোটা টাকা দাবি করতেন বলে জানান চিকিৎসক দিবাকর চৌধুরী। তবে এতদিন মানুষকে ফাঁসাতে গিয়ে এবার নিজেই ফেঁসেছেন চাকদা শহরের তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সহ-সভাপতি নারায়ণ মণ্ডল।