সহেলি মিত্র, কলকাতঃ কবে খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash metro Station)? বর্তমানে বহু মেট্রো যাত্রীদের তরফে এখন এই একটাই প্রশ্ন তোলা হচ্ছে। বর্তমানে এই স্টেশনের রোজকার যাত্রীদের মেট্রো ধরতে অনেকটাই ঘুরপথে যেতে হয়। অফিস টাইমের যাত্রীদের বিশেষ করে এই অসুবিধা পোহাতে হচ্ছে দীর্ঘ বেশ কিছু সময় ধরে। তবে চিন্তা নেই, কবে এই মেট্রো স্টেশনের দরজা সকলের জন্য খুলবে? সেই বিষয়ে সামনে এল বিরাট আপডেট।
কবে খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন?
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহীদ ক্ষুদিরামে একটি ক্রসওভার স্থাপনের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু হবে এবং তিন দিনের মধ্যে সম্পন্ন হবে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্নির্মাণও শীঘ্রই শুরু হবে তবে এটি সম্পন্ন হতে আরও ছয় থেকে সাত মাস সময় লাগবে বলে জানালেন মেট্রো রেলওয়ের নতুন জিএম শুভ্রাংশু মিশ্র।
শহীদ ক্ষুদিরামে নতুন ক্রসওভারের কাজ নভেম্বরের শুরুতে চালু হবে বলে আশা করা হচ্ছে। এই কাজ একবার শেষ হলে উপকৃত হবেন যাত্রীরা। এটি ব্লু লাইনের অপারেশনাল সমস্যার সমাধান করবে, লাইনে বিলম্ব এবং অতিরিক্ত ভিড় অনেকাংশে কমাবে। ক্রসওভার মানে হল ট্রেনগুলির ট্র্যাক পরিবর্তনের জন্য কাজ।
বর্তমানে কী পরিস্থিতি?
উল্লেখ্য, স্টেশনের প্ল্যাটফর্মে থাকা স্তম্ভগুলিতে ফাটল ধরা পড়ার পর, ২৮ জুলাই ব্লু লাইন বা দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম করিডরের মূল টার্মিনাল স্টেশন, কবি সুভাষের সাথে বাণিজ্যিক পরিষেবা স্থগিত করা হয়। এরপর মাঝে অনেকটা সময় কেটে গেলেও এই মেট্রো স্টেশনের দরজা জনসাধারণের জন্য খোলা হয়নি। তবে নতুন দক্ষিণ টার্মিনাল, শহীদ ক্ষুদিরাম-এ এই সুবিধা না থাকায়, এখনও বেশ কিছু ট্রেন নিউ গড়িয়ার কবি সুভাষ স্টেশনে রিভার্সালের জন্য যাচ্ছে।
বর্তমানে, ২৭২টি ব্লু লাইন ট্রেনের মধ্যে ৬৪টি টালিগঞ্জ মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করছে। মেট্রোর জিএম জানিয়েছেন, কবি সুভাষের কারশেডটি প্রতিস্থাপনের জন্য টালিগঞ্জের কারশেডটি প্রস্তুত করা হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার সম্পন্ন হওয়া পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো চলাচল করবে।