পশ্চিমী ঝঞ্ঝার দাপটে নতুন করে বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়, আজকের আবহাওয়া

Published:

south bengal weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ লক্ষ্মীপুজোর পর থেকে নিমেষে যেন বদলে গেল বাংলার আবহাওয়া (Bengal Weather)। বৃষ্টির সঙ্গে এখন আবার দোসর হয়েছে শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়া। বাংলার আকাশ বাতাস যেন জানান দিচ্ছে শীত আসন্ন। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। আজ সোমবার থেকে বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। এদিন স্থানীয়ভাবে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা বিরাজ করছে, তার প্রভাবে চলবে বৃষ্টি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বাংলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আপাতত উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে অগ্রসর হবার জন্য উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে এবং বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়, এটি পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের লেটেস্ট আপডেট বলছে, বঙ্গোসাগরে কিন্তু এখনও অবস্থান করছে ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ এবং কেরালা উপকূলে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আবার দক্ষিণ বাংলাদেশের উপরও রয়েছে ঘূর্ণাবর্ত। তবে এদের প্রভাব বাংলার উপর কতটা পড়বে তা এখনও জানা যায়নি। যাইহোক, মঙ্গলবার বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বৃষ্টি হবে। এরপর সেখান থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গের কথা বললে, এদিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join