৩০ নভেম্বর পর্যন্ত সুযোগ, ঐক্যশ্রী স্কলারশিপে ২৭,৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার

Published:

Aikyashree Scholarship
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। তবে তার জন্য কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার একাধিক স্কলারশিপ চালু করে রেখেছে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একটি জনপ্রিয় স্কলারশিপ হল ঐকশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship 2025)। জানা যাচ্ছে, এই স্কলারশিপে আবারও আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আজকের প্রতিবেদনে এই স্কলারশিপ কারা পাবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যায়, কীভাবে আবেদন করবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল। তাই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

কী এই ঐকশ্রী স্কলারশিপ?

ঐকশ্রী স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যই চালু করা। এই স্কলারশিপ স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ স্তর, প্রফেশনাল ডিগ্রি কোর্স বা রিসার্চ, সমস্ত ছাত্র-ছাত্রীদেরই দেওয়া হয়। মূলত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার জন্যই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই স্কলারশিপ চালু করা। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়।

তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে। আর প্রত্যেকটি ভাগের জন্য আলাদা আলাদা স্কাইপেন্ড দেওয়া হয়। সেগুলি হল—

প্রি-ম্যাট্রিক স্কলারশিপ- এই স্কলারশিপের আওতায় স্কুল লেভেল অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্টাইপেন্ড পায়।

পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ- এই স্কলারশিপের আওতায় পোস্ট-ম্যাট্রিক বিভাগ অর্থাৎ একাদশ শ্রেণি থেকে শুরু করে কলেজ স্তরের ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড পায়। তবে পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের মধ্যেও দুটি ভাগ রয়েছে। মাধ্যমিক পরবর্তী স্তরে যদি কেউ ৬০ শতাংশের বেশি নম্বর পায়, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে। তবে যদি কেউ ৬০ শতাংশের কম নম্বর পায়, তাহলে সেই ঐকশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

ঐকশ্রী স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

এই স্কলারশিপে মূলত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ক্লাসের স্তর হিসেবে স্টাইপেন্ড দেওয়া হয়। যেমনটা জানা যাচ্ছে—

  • দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ১১০০ টাকা করে দেওয়া হয়।
  • ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ৫৫০০ টাকা দেওয়া হয়।
  • একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০,২০০ টাকা দেওয়া হয়।
  • স্নাতক ও স্নাতকোত্তর স্তরের জন্য ৬৪০০ টাকা দেওয়া হয়।
  • পিএইচডি কোর্স করলে ৯৩০০ টাকা দেওয়া হয়।
  • ইঞ্জিনিয়ারিং কোর্স করলে ২৭,৫০০ টাকা দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল—

  • অবশ্যই ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • তাদেরকে কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ইত্যাদি।
  • ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।

জানিয়ে রাখি, এখন মূলত যে সমস্ত ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারাই অনলাইনে আবেদন করতে পারবে। যারা দ্বিতীয় শ্রেণী থেকে মাধ্যমিক স্তর অবধি পড়াশোনা করে, তাদের জন্য রিনিউয়াল করার কোনওরকম প্রয়োজন নেই।

আবেদন কীভাবে করবেন?

এই স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে https://wbmdfcscholarship.in/ পোর্টালে যান।
  • যদি নতুন আবেদনকারী হন, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর স্ক্যান করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • এরপর সাবমিট করে প্রিন্ট আউট নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ কবে খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন? বড় আপডেট দিলেন জিএম

জানা যাচ্ছে, এই স্কলারশিপে আবারও আবেদন শুরু হয়েছে। আর আগামী ৩০ নভেম্বর পর্যন্তই আবেদন চলবে। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেওয়ার চেষ্টা করবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join