ছুটির সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশনে পদপিষ্ট কমপক্ষে ১০ জন, ব্যাহত ট্রেন চলাচল

Published:

Bardhaman station stamped
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ রবিবার ছুটির দিনে মর্মান্তিক ঘটনা ঘটে গেল বর্ধমান রেল স্টেশনে (Bardhaman Station Stampede)। ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি তারপর পদপিষ্ট হয়ে আহত হলেন বহু মানুষ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ থেকে ১০ জন যাত্রী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বর্ধমান রেল স্টেশনে পদপিষ্ট অনেকে

জানা গিয়েছে, আহতরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার জেরে ব্যাহত হয়েছে বহু ট্রেন চলাচল। ভর সন্ধেবেলা এরকম ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

ঘটনার বিষয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের মতে, রবিবার সন্ধ্যায় প্রায় একই সময়ে বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তিনটি ট্রেন। ওই ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। সংকীর্ণ সিঁড়িতে ক্রমেই ভিড় বাড়তে থাকে। তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। একে একে আহত হন অন্তত ৭ থেকে ১০ জন যাত্রী। মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় স্টেশনে। এরপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলের তরফে উদ্ধারকারী দল গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এই সেই বর্ধমান রেলওয়ে স্টেশন যেখানে ২০২৩ সালে প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের ওপর একটি ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। এই ঘটনায় মহিলা সহ তিনজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন বলে জানান কর্মকর্তারা। সেই সময়ে পূর্ব রেলওয়ের এক কর্মকর্তা জানান, স্টেশনের দুই ও তিন নম্বর জয়েন্ট প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের উপর জলভর্তি বিশাল ট্যাঙ্কটি পড়ে যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join