সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টি অতীত, এবার আসছে শীত (Winter)। আর এই নতুন মরসুমকে দু-হাত ভরে স্বাগত জানাতে প্রস্তুত অনেকে। তবে এখন থেকেই এই শীত আসছে বলে মাথায় বাজ পড়েছে। আবহাওয়া ইতিমধ্যে শুষ্ক হতে শুরু করেছে। ফলে অনেকের মাথায় এখন থেকেই চিন্তা শুরু হয়ে গিয়েছে, শীতকালে হাত, পা, ঠোঁট এক কথায় ত্বক পুরো শুষ্ক হয়ে যাবে। বিশেষ করে এখন থেকেই অনেকে ঠোঁট ফাটা নিয়ে চিন্তিত। এর থেকে বাঁচার উপায় খুঁজছেন সকলে। আপনিও কি এই শীতে চান না ঠোঁট বাজেভাবে ফাটুক? তাহলে চলুন জেনে নেবেন ঠোঁট ভালো রাখার কিছু টোটকা (Winter Lip Care)। বলে দিই, আপনার রান্নাঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই শীতে ঠোঁটকে ফাটার হাত থেকে বাঁচাতে পারবেন।
শীতে এভাবে যত্ন নিন ঠোঁটের
প্রতিবার শীতকাল এলেই একটা জিনিস কেনার ধুম পড়ে যায়, আর সেটা হল লিপ বাম। বারবার এই লিপ বাম কেনা কিন্তু আবার অনেকের কাছে মহার্ঘ্য হতে পারে। এহেন পরিস্থিতিতে উপায় কী নিশ্চয়ই ভাবছেন? উপায় কিন্তু আপনার, আমার সকলের হেঁশেলেই কিন্তু লুকিয়ে আছে।
নারকেল তেল
যদি আপনার কাছে নারকেল তেল থাকে, তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি আপনার ঠোঁটে লাগান। এটি আপনার ঠোঁটকে গভীরভাবে আর্দ্র করে এবং ফাটা ঠোঁট নিরাময় করে।
গোলাপের পাপড়ি এবং দুধ
যদি আপনার কাছে তাজা গোলাপের পাপড়ি থাকে, তাহলে দুধে কিছু পাপড়ি ভিজিয়ে পেস্ট তৈরি করুন এবং আপনার ঠোঁটে লাগান। এটি আপনার ঠোঁটকে আর্দ্র করবে এবং তাদের প্রাকৃতিক গোলাপী রঙ ফিরিয়ে আনবে।
ঘি
শুনতে অবাক লাগলেও ঘি আপনার ঠোঁটকে সুন্দর রাখতে সাহায্য করে। এর জন্য আপনাকে খাঁটি ঘি ব্যবহার করতে হবে। খাঁটি ঘি-তে থাকা উপাদানগুলি ঠোঁট নরম করতে সাহায্য করে। এটি ব্যবহার করার জন্য, আপনার ঠোঁটে অল্প পরিমাণে ঘি লাগান। এটি তাৎক্ষণিকভাবে আর্দ্রতা প্রদান করে এবং ঠোঁটকে নরম করে তোলে।
হলুদ
এই শীতে ঠোঁট ফাটতে শুরু করলে এক চিমটি হলুদ একটু দুধে মিশিয়ে ঠোঁটে লাগান। প্রতি রাতে ঘুমানোর আগে এইভাবে লাগান। কাঁচা হলুদ পিষে ব্যবহার করলে আরও দ্রুত আরাম পাবেন।
মধু
ফাটা ঠোঁটের জন্যও মধু ব্যবহার করা যেতে পারে। আসলে, মধু ঠোঁটের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার, এক কথায় প্রাকৃতিক মশ্চারাইজার। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা শুষ্ক ও ফাটা ঠোঁট থেকে মুক্তি দেয়। এটি ঠোঁটে সংক্রমণের ঝুঁকিও কমায়। এছাড়াও এতে উপস্থিত ভিটামিন ও মিনারেল ঠোঁটের সৌন্দর্য বাড়ায়।