৭৭ হাজার টাকা হতে পারে সোনার দাম, কমবে রুপোর দরও! সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞরা

Published:

Gold Price
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামের (Gold Price) এত ঊর্ধ্বগতি কেউ কোনওদিন দেখেনি। দিনের পর দিন লাগামছাড়া বাড়ছে সোনার দাম। তবে তারই মধ্যে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছে যে বিরাট ধ্বস নামতে পারে সোনার দামে। কারণ, সম্প্রতি PACE 360 সংস্থার কো-ফাউন্ডার এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল বলেছেন, খুব তাড়াতাড়ি সোনার দাম অনেকটাই তলানিতে ঠেকতে পারে। তবে কতটা কমবে দাম? বিশদে জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনটির উপর।

বর্তমানে সোনার দাম

১২ অক্টোবরের রিপোর্ট অনুযায়ী, কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৭,৪৫০ টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৩,৫৫০ টাকায়। এই দাম গত ১১ অক্টোবরের থেকে ১৭০০ টাকা ঊর্ধ্বগতি। অন্যদিকে ৯ অক্টোবরের তুলনায় ১০ অক্টোবর সোনার দাম প্রায় ১৭০০ টাকা তলানিতে ঠেকেছিল। তবে সামগ্রিকভাবে সোনার বাজার এখন ঝলকানি দিচ্ছে।

এদিকে অমিত গোয়েল বলছেন যে, সোনার বাজারের এরকম ঊর্ধ্বগতি ইতিহাসে খুব কমই দেখা গিয়েছে। তিনি বলেছেন, গত ৪০ বছরে সোনা এবং রুপো দু’বারই এরকম চড়া হারে বেড়েছে। আর সেই দু’বার ডলার সূচক অনেকটাই দুর্বল ছিল। সে কারণেই চড়চড়িয়ে সোনার দাম বেড়েছিল। তবে যেহেতু ডলার সূচক দুর্বল ছিল, তাই কয়েকদিনের মধ্যেই আবার হুড়মুড়িয়ে দাম কমেছিল হলুদ ধাতুর।

৭৭ হাজারে নামতে পারে সোনার দাম

এদিকে বেশ কিছু বিশ্লেষক মনে করছে, সোনার দাম ৩০ থেকে ৩৫ শতাংশ তলানিতে ঠেকতে পারে। আর সেই সূত্র ধরে বর্তমান দামের তুলনায় যদি ৩৫ শতাংশ তলানিতে ঠেকে, তাহলে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৭ হাজার টাকায় নেমে আসতে পারে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ, ডলার সূচক আবারও চাঙ্গা না হলে সোনার দর পতন হবে না বলেই মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।

রুপোর বাজার কী বলছে?

প্রসঙ্গত, বর্তমানে রুপোর বাজার গায়ে ছ্যাঁকা দিচ্ছে। চড়চড়িয়ে বাড়ছে সাদা ধাতুর বাজার দর। রিপোর্ট বলছে, গত ১১ অক্টোবর কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছিল ১,৬৫,৯০০ টাকায় যা ১০ অক্টোবরের তুলনায় ৬৮৫০ টাকা বেশি। অন্যদিকে ১০ অক্টোবর ৫১৫০ টাকা বেড়েছিল রুপোর বাজার দর।মূলত প্রতিদিনই হু হু করে বাড়ছে সাদা ধাতুর দাম।

তবে অমিত গোয়েল বলছেন, রুপোর বাজারে বিনিয়োগকারীদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তাঁর মতে, রুপোর দাম ৫০ শতাংশ কমতে পারে। ফলত ১ কিলো রুপোর দাম ৭৭,৪৫০ টাকায় চলে আসবে। আসলে রুপোর চাহিদা মূলত শিল্পক্ষেত্রে। যেমন সেমিকন্ডাক্টর বা ইলেকট্রিক ভেহিকেল। সে কারণেই তিনি জানাচ্ছেন, বর্তমানে উপর বাজার একটি বাবল তৈরি করে ফেলেছে। তাই সোনার থেকেও বেশি দাম কমতে পারে রুপোর।

আরও পড়ুনঃ ৩০ নভেম্বর পর্যন্ত সুযোগ, এই স্কলারশিপে ২৭,৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার

বিনিয়োগকারীদের কী করা উচিত?

বর্তমানে সোনা রুপোর বাজারের যা অবস্থা তাতে বিনিয়োগকারীদের অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। অপেক্ষা করে যাওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মূলত যারা দীর্ঘমেয়াদি নিয়োগ করতে চান তাদের জন্য অপেক্ষা করাই শ্রেয়। যখন সোনার দাম প্রতি ১০ গ্রাম ৮১ হাজার টাকা থেকে ৮৪ হাজার টাকার মধ্যে নামবে, তখনই বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন অমিত গোয়েল।

এক্ষেত্রে জানিয়ে রাখি, আমরা কোনওরকম বিনিয়োগের পরামর্শ দিই না বা কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না। আমরা শুধুমাত্র বাজার পরিস্থিতি সম্পর্কে কিছু টিপস দিয়ে থাকি। তাই অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে এগোবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join