অস্ট্রেলিয়ার কাছে হারের পর কীভাবে সেমিফাইনালে উঠবে ভারত? দেখুন সমীকরণ

Published:

India W Vs Australia W see the semi final equation of Team India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলা বিশ্বকাপের 13তম ম্যাচে 330 রানের বড় স্কোর খাড়া করেও অস্ট্রেলিয়ার কাছে হারাল ভারত (India W Vs Australia W)। এই নিয়ে পরপর দুই ম্যাচে কঠিন পরাজয়ের মুখোমুখি হল হরমনপ্রীত কৌরের টিম ইন্ডিয়া। অন্যদিকে, মহিলাদের একদিনের ক্রিকেটে বড় রান তাড়া করার পাশাপাশি বিশ্ব রেকর্ডে নাম রেখেছে অস্ট্রেলিয়ার নারী বাহিনী। গতকাল এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় এলিশা হিলির দল। যার জেরে ভারতের সেমিফাইনালে ওঠার অঙ্কটা অনেকটাই বদলেছে। বদলেছে পয়েন্ট তালিকার চেহারাও।

সেমিফাইনালে ওঠার অঙ্ক জটিল হল টিম ইন্ডিয়ার

News 24 এর এক প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার কাছে রবিবারের ম্যাচে হারের পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সমীকরণ বদলেছে ভারতীয় দলের। বলাই বাহুল্য, টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত চলতি মহিলা বিশ্বকাপে 4 ম্যাচ খেলেছে। যার মধ্যে দুটিতে জয় এবং দুটিতে হারতে হয়েছে তাদের। যার কারণে বর্তমানে 4 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে হরমনের দল। ভারতীয় দলের নেট রান রেট বর্তমানে +0.682।

ভারতীয় নারী বাহিনীর ঠিক উপরেই রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মহিলা দল। দুই দল যথাক্রমে 6 এবং 7 পয়েন্টে দৌড়াচ্ছে। না বললেই নয়, ভারতীয় দলকে সেমিফাইনালে টিকিট পেতে হলে আসন্ন 3 ম্যাচের 3টিতেই জিততে হবে। জানিয়ে রাখা প্রয়োজন, অস্ট্রেলিয়ার পর ভারতীয় মহিলা দলের ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে। হিসেব বলছে, ভারতীয় দল যদি এই তিন ম্যাচের একটিতেও হেরে যায় সে ক্ষেত্রে সেমিফাইনালে ওঠার রাস্তাটা শুধু কঠিনই নয়, বরং যথেষ্ট সমস্যার হবে।

টিম ইন্ডিয়া কীভাবে উঠবে সেমিফাইনালে?

রিপোর্ট অনুযায়ী, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতীয় দল যদি আসন্ন তিন ম্যাচের তিনটিতেই জয় হয়, তাহলেও বাকি দলগুলির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে তাদের। সব মিলিয়ে বলাই যায়, গত দুই ম্যাচে ধারাবাহিক পরাজয়ের পর হরমন সেনার লক্ষ্য এখন আগামী প্রতিটি ম্যাচে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা পোক্ত করা।

অবশ্যই পড়ুন: ৭৭ হাজার টাকা হতে পারে সোনার দাম, কমবে রুপোর দরও! সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞরা

উল্লেখ্য, রবিবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ব্যাট করতে আসে ভারতীয় দল। সেই মতোই, শুরুটা দুর্দান্ত হয়েছিল হরমনদের। এদিন প্রতিকা রাওয়াল থেকে শুরু করে স্মৃতি মান্ধানা এমনকি বাংলার রিচা ঘোষও রান পেয়েছেন। শেষ পর্যন্ত 48.5 ওভারে 10 উইকেট হারিয়ে 331 রানের বড় লক্ষ বাঁধে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 1 ওভার আগেই 7 উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পূরণ করে অস্ট্রেলিয়া। এদিন একেবারে একাই লড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক হিলি। তাঁর ব্যাট থেকে 107 বলে 142 রানের বিরাট যোগদান পেয়েছিল অস্ট্রেলিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join