বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হল নতুন সংবিধানকে (AIFF Passes New Constitution)। এর আগে ফিফার তরফে চিঠি দিয়ে বলা হয়েছিল, আগামী 30 অক্টোবরের মধ্যে ফেডারেশনের কার্যকর কমিটি যেন সংবিধান পাস করিয়ে নেয়। অবশেষে সেটাই হল।
সংবিধান পাস হওয়ায় কেটেছে ফিফার ব্যানের আশঙ্কা
2017 সাল থেকে ফেডারেশনের নতুন সংবিধান তৈরির বিষয়টি থমকেছিল। শেষবারের মতো, 2022 সালে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। নতুন সংবিধান আটকে থাকায় ফের ফিফার তরফে নির্বাসনের আশঙ্কা ছিল ফেডারেশন কর্তাদের। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানকে স্বীকৃতি দেওয়ায় অবশেষে কাটলো সেই আশঙ্কা। কাজেই, আর নতুন করে ফিফার তরফে ব্যান হতে হচ্ছে না AIFF কে।
অবশ্যই পড়ুন: UPI দিয়েই করা যাবে স্কুলের ফি পেমেন্ট, চালু হল নয়া পরিষেবা
দুই ধারা বাদ দিয়েই পাস হয়েছে সংবিধান
ফেডারেশনের নতুন সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের একটি ধারা নতুন করে মূল্যায়ন করতে চেয়েছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের আইনজীবী। সেই মতোই প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। বলা বাহুল্য, ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধানে 25.3 এর দুটি ধারাতে বলা রয়েছে, যদি কেউ ফেডারেশন কমিটির সদস্য হয়ে থাকেন তবে তাঁকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে।
এদিকে বাস্তব অভিজ্ঞতা, ফেডারেশনের বর্তমান কার্যকর কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সহ বেশ কয়েকজন পরিচিত সদস্য রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি। ফলে দুই ধারা নিয়ে তৈরি হয়েছিল সমস্যা। তাই শেষ পর্যন্ত উল্লিখিত দুই ধারাকে বাদ দিয়েই সংবিধান পাস পরিয়ে নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও এই দুই ধারা নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের। আগামীকাল অর্থাৎ সোমবার এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।