বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত মহাসাগরের কাছে অবস্থিত আফ্রিকার মাদাগাস্কারে ক্রমশ বাড়ছে GenZ বিক্ষোভ (Protests In Madagascar)। দেশটির ক্ষমতাসীন সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নেমেছেন মাদাগাস্কারের জনগণ। এরই মাঝে এবার গণঅভ্যুত্থানের চেষ্টা হচ্ছে বলেই অভিযোগ তুললেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। মূলত আশঙ্কা প্রকাশ করেই প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে।
আশঙ্কায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট
বিগত দু সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মাদাগাস্কার। আন্দোলনটা শুরু হয়েছিল গত 25 সেপ্টেম্বর। একাধিক সরকারবিরোধী দাবি নিয়ে পথে পা বাড়িয়েছেন দেশটির বহু মানুষ। আর তাতেই গণঅভ্যুত্থানের আশঙ্কা করছেন মাদকাস্কারের প্রেসিডেন্ট। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শনিবার 2009 সালের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এলিট সামরিক ইউনিট ক্যাপস্যাটের সদস্যরা অন্যান্য সেনা কর্মীদের নির্দেশ উড়িয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান।
একদিন পর রবিবার ক্যাপস্যাটের কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, ‘আমরা দেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছি। একই সাথে জেনারেল ডেমোস্থেনে পিকুসালকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।’ এরই মাঝে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা একটি বিবৃতি জারি করে বলেন, ‘কিছু মানুষ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। অনেকেই রয়েছেন যারা অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করতে চান। যা দেশের জন্য আদতেই হুমকি।’
অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে হারের পর কীভাবে সেমিফাইনালে উঠবে ভারত? দেখুন সমীকরণ
এদিন আশঙ্কা প্রকাশের পাশাপাশি সকলকে সংকট থেকে সমাধানের পথ খুঁজে বের করতে ঐক্যবদ্ধ থেকে আইন এবং দেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন অ্যান্ড্রি। এদিকে শনিবার রাতে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছিল, মাদাগাস্কারের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। আপাতত সবটাই নিয়ন্ত্রণে।