ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ, লড়ছে ভারতের বোলিং বিভাগও

Published:

India Vs West Indies 2nd test latest update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় টেস্টে ভারতের পাহাড় প্রমাণ রানের সামনে টিকতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ। 248 রানে অলআউট হয়ে যাওয়ায় শাই হোপদের উপর ফলো অন চাপায় শুভমন গিলের দল। এবার সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবিয়ানরা। চতুর্থ দিনের (India Vs West Indies) শুরুতেই জন ক্যাম্পবেলের (John Campbell) দুরন্ত সেঞ্চুরি এবং শাই হোপের কঠিন লড়াইয়ের মধ্যে থেকেই এবার ইনিংসে হার এড়িয়ে বড় লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ।

সম্মান বাঁচাতে ভারতের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্টে ভারতের কাছে 140 রান ও এক ইনিংস হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লজ্জা এড়াতে দিল্লির দ্বিতীয় টেস্টে ঝাঁপিয়ে পড়েছিল তারা। সেই মতোই, প্রথমে ব্যাট করা ভারতীয় দল রানের পাহাড় তৈরি করলে তার জবাবে 248 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত ফলো অন খেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা শুরু করে তারা। তৃতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের অবস্থা ছিল 3 উইকেটে 173। তবে চতুর্থ দিনের শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এদিন, ক্যাম্পবেল, হোপদের লড়াইয়ের মধ্যে দিয়ে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। বলা বাহুল্য, চতুর্থ দিন পর্যন্ত 199 বলে 115 করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্যাম্পবেল। এর মাঝে ঝড়ের গতিতে কয়েকটি উইকেট পড়লেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন শাই হোপ। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 205 বলে 102 রান করেছিলেন হোপ। আর সেই জোরেই দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবিয়ানদের দল।

অবশ্যই পড়ুন: ‘ক্ষমতা দখলের চেষ্টা চলছে!’ এবার মাদাগাস্কারে GenZ-দের বিক্ষোভ, অভিযোগ রাষ্ট্রপতির

এই প্রতিবেদন লেখার সময়ই 1 রানে লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও এদিন প্রতিপক্ষকে আটকে দিতে সবরকম চেষ্টা চালিয়েছে ভারতীয় দলের মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা। আর তার মাঝেই নিজেদের হার এড়ানোর লড়াই চালিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার ইনিংস শেষে ভারতের বিপক্ষে কত লক্ষ্য রাখে রস্টন চেজের দল! কারণ, প্রতিপক্ষকে রুখে দিতে এবার আরও কঠিন আক্রমণ শানাবে সিরাজদের বিভাগ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join