বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অবস্থা কতটা ভয়াবহ, সে বিষয়ে ওয়াকিবহাল অনেকেই। নানান সময়ে নিত্য নতুন প্রতিশ্রুতি দিয়েও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষত হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে পারেননি ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এদিকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে একের পর এক মন্তব্য তো রয়েছেই। এরই মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ইউনূসের এক নতুন বক্তব্য। সেখানে হাসিনাকে নিয়ে প্রধানমন্ত্রী মোদির সাথে কথোপকথনের বিষয় নিয়ে মুখ খোলার পাশাপাশি হিন্দুদের প্রসঙ্গেও বড় মন্তব্য করেছেন তিনি (Muhammad Yunus On India)।
বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর ভুয়ো!
সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইউনূস বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া হামলার খবর পুরোটাই ভুয়ো।’ তাঁর দাবি, ‘আমি সব সম্প্রদায়ের নেতাদের সাথে দেখা করি। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথেও দেখা করেছি। তাদেরকে আমি একটাই কথা বলেছি, পিছিয়ে যাবেন না। এমনটাও বলবেন না আমি একজন হিন্দু তাই আমাকে রক্ষা করুন। বলবেন আমি এই দেশের নাগরিক।’
ওপার বাংলার প্রধান উপদেষ্টার সাফ বক্তব্য, ‘বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া হামলার যে খবর ছড়ানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষা দেওয়া হচ্ছে।’ এদিন হিন্দুদের অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করেই ইউনূসকে বলতে শোনা যায়, ‘আমাদের দেশে সকলের সমান অধিকার রয়েছে। আমাদের সরকার সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ!’
ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউনূসের
বহুবার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নয়া দিল্লিকে সরাসরি নিশানা করেছেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতেও সেই দৃশ্যই ধরা পড়ল। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক মেহেদি হাসান তাঁর এক্স হ্যান্ডেলে ইউনূসের সাথে সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করেছেন। ভাইরাল ওই ভিডিওটিতেই হিন্দুদের নিয়ে ভুয়ো খবর ছড়ানো, হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশে উত্তেজনক মূলক পরিস্থিতির জন্য কার্যত ভারতকে দায়ী করেছেন ওপারের উপদেষ্টা।
ওই ভিডিওটিতে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইউনূসকে বলতে শোনা যায়, ‘দুটি বিষয়… প্রথমত আমি বলেছিলাম যে আপনি (মোদি) তাঁকে (হাসিনা) সাথে রাখতে চান, আমি সেই বিষয়ে কিছু বলতে পারিনা। তবে নিশ্চিত করতে হবে যেন তিনি ভারতে বসে আমাদের সম্পর্কে কোনও কথা না বলেন। বাংলাদেশের মানুষকে নিয়ে যাতে কোনওরকম মন্তব্য না করেন সেটা নিশ্চিত করা প্রয়োজন।’
ভিডিওটিতে ইউনূসকে একেবারে সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে শোনা গিয়েছিল। তিনি বলেন, ‘ভারত হয়তো তাঁকে সাথে রাখবে। তারা সব সময় শেখ হাসিনাকে সমর্থন করে আসছে। যারা শেখ হাসিনার পাশে আছেন তারা আশা করছেন যে তিনি বাংলাদেশে ফিরে এসে আবার ভোটে দাঁড়াবেন এবং জিতবেন।’ ইউনূসের দাবি, ‘ভারত থেকে সাহায্য পেয়ে নানান মন্তব্য করছেন হাসিনা।’ তিনি এও বলেন, ‘কিছু বহিরাগত বাহিনী রয়েছে যারা তাঁকে বাংলাদেশে ফিরে আসতে সাহায্য করছে।’
অবশ্যই পড়ুন: সেদিন রাতে কী হয়েছিল? অভিযোগপত্রে নারকীয় অভিজ্ঞতার কথা জানাল দুর্গাপুরের নির্যাতিতা!
I asked interim Bangladeshi leader and Nobel Peace Laureate Muhammad Yunus about accusations of anti-Hindu violence in his country since the revolution that forced out the Hasina government.
Watch his response below, and the full interview here:https://t.co/vQGDaoyk89 pic.twitter.com/MX7UEiZsDo
— Mehdi Hasan (@mehdirhasan) October 2, 2025
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা আজ সকলের সামনে পরিষ্কার। শুধু ভারত নয় বিশ্বের বহু দেশের সংবাদমাধ্যম সেই খবর প্রকাশ করেছে। কিন্তু দেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে তা মানতে রাজি নন ইউনূস। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্প যেখানে নিজে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে চিন্তিত, বিভিন্ন সংবাদ মাধ্যম যেখানে সেই খবর প্রকাশ করছে, তাহলেও আপনি বলবেন বাংলাদেশে এমন কিছু ঘটছে না? উত্তরে ইউনূস জানিয়েছিলেন, ‘ভারতের মিডিয়ার একটাই কাজ ভুয়া খবর ছড়ানো। আমরা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করেছি।’