সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ তো সবাই করতে চায়। তবে অনেকে সঠিক বিনিয়োগের বিকল্প খুঁজে পায় না। অনেকে উচ্চ সুদের হার আর টাকার নিরাপত্তার জন্য ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) বেছে নেয়। সম্প্রতি আরবিআই রেপো রেট কমানোর পর বিভিন্ন ব্যাঙ্ক সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। কিন্তু কানাড়া ব্যাঙ্ক সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটছে। তারা তাদের ফিক্সড ডিপোজিটে চড়া হারে সুদ দিচ্ছে। এমনকি মাত্র ২ লক্ষ টাকা এফডি করলেই ৪৫,২০১ টাকা সুদ মিলছে। চলুন জেনে নেওয়া যাক, এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত তথ্য।
কানাড়া ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম
সম্প্রতি দেশের অন্যতম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কানাড়া তাদের এফডি স্কিমে গ্রাহকদের দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। এই ব্যাঙ্ক সর্বনিম্ন ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছরের জন্য এফডি অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে। আর এই সরকারি ব্যাঙ্কটি স্থায়ী আমানতের উপর ৩.৫% থেকে শুরু করে ৭.০০% সুদ দিচ্ছে। এমনকি সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত সুদও পাচ্ছে। আমরা আজ এমন একটা স্কিমের কথা বলব, যেখানে মাত্র ২ লক্ষ টাকা জমালেই ৪৫,২০১ টাকা পর্যন্ত সুদ মিলছে।
২ লক্ষ টাকাতেই সুদ ৪৫,২০১ টাকা
আপনি যদি কানাড়া ব্যাঙ্কে ৩ বছরের জন্য ২ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন, তাহলে মেয়াদ পূর্তিতে আপনি মোট ২,৪২,৪৮২ টাকা হাতে পাবেন। এর মধ্যে শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ৪২,৬৮২ টাকা। আপনি যদি প্রবীণ নাগরিক হন এবং কানারা ব্যাঙ্কে তিন বছরের এফডিতে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি মেয়াদ পূর্তিতে হাতে পাবেন ২,৪৪,৪৬৯ টাকা। সেক্ষেত্রে আপনার মোট সুদ হবে ৪৪,৪৬৯ টাকা। যদি আপনি অতি প্রবীণ নাগরিক অর্থাৎ ৮০ বছর বা তার বেশি বয়স হয়, সেক্ষেত্রে আপনি ৩ বছরের জন্য ২ লক্ষ টাকা বিনিয়িগ করলে মেয়াদ পূর্তিতে ২ ,৪৫,২০১ টাকা হাতে পাবেন। সেক্ষেত্রে সুদ থেকেই আয় হবে ৪৫,২০১ টাকা।
প্রবীণদের জন্য অতিরিক্ত সুদ
উল্লেখ্য, কানাড়া ব্যাঙ্ক তাদের ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিমে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৬.৫০ শতাংশ, আর প্রবীণ নাগরিকদের ৭.০ শতাংশ এবং অতি প্রবীণ নাগরিক অর্থাৎ ৮০ বছরের বেশি বয়সী নাগরিকদের ৭.১০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। আর কানাড়া ব্যাঙ্কের তিন বছরের এফডিতে সাধারণ নাগরিকরা ৬.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকরা ৬.৭৫ শতাংশ আর অতি প্রবীণ নাগরিকরা ৬.৮৫ শতাংশ সুদ পায়। ফলত, আপনি যদি প্রবীণ নাগরিক হন, তাহলে এই ব্যাঙ্ক থেকে চড়া হারে সুদ পাবেন এবং মেয়াদ পূর্তিতে আপনার সুদ থেকে যে মোটা অংকের টাকা আয় হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টায় ধৃত ৫, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তসহ সবাইকে গ্রেফতার করল পুলিশ
উল্লেখ করার বিষয়, বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিজের আর্থিক অবস্থা বুঝে এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে এগোবেন। আমরা শুধুমাত্র বিনিয়োগ সম্পর্কে কিছু পরামর্শ দিয়ে থাকি।