আচমকাই অসুস্থ, হাসপাতালে ভর্তি শমিক ভট্টাচার্য! কী হয়েছে তাঁর?

Published:

Samik Bhattacharya
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী খবর, গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলেই তাঁকে কলকাতা বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

এখন কেমন আছেন তিনি?

হাসপাতাল সূত্র অনুযায়ী খবর, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের শারীরিক পরীক্ষা হবে। আর সেই সঙ্গে রুটিন চেকাপও চলবে। রিপোর্ট দেখেই পরবর্তী চিকিৎসার পথে এগোনো হবে। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ওষুধ খেয়েও জ্বর কমেনি। অসুস্থ শরীর নিয়েই তিনি দলের কর্মসূচি চালাচ্ছিলেন। সোমবার সকালে হঠাৎ করে অসুস্থতা বোধ করেন তিনি। দুর্বলতা দেখেই ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চিকিৎসকরা এখন তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলতে চাননি। আপাতত পর্যবেক্ষণই রাখা হয়েছে।

আরও পড়ুনঃ নাগরাকাটায় মৃতদের পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা

গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে

উল্লেখ্য, দুর্যোগের পর সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন শমিকবাবু। সেখানে তিনি ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা ঘুরে ঘুরে দেখেন। স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন তিনি। এমনকি বিজেপি নেতাদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকারের দিকেও আঙ্গুল তুলেছিলেন তিনি। এছাড়া সংসদ খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের হামলার ঘটনাতেও সরব হয়েছিলেন তিনি। যেহেতু বছর ঘুরলেই আসন্ন বিধানসভা নির্বাচন, তাই দলীয় কর্মসূচির জন্য প্রায়সই রাজ্যের এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে তাঁকে। জ্বর নিয়েই তিনি এই কাজকর্ম করছিলেন বলে খবর। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join