বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর এবার ওয়ানডে দলের অধিনায়কত্বও হারিয়েছেন রোহিত শর্মা। হিটম্যানের বিকল্প হিসেবে দেশের নতুন একদিনের অধিনায়ক শুভমন গিল। তবে নেতৃত্ব হারালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রয়েছেন রোহিত। একই দলে জায়গা হয়েছে বিরাটেরও।
তবে এই দুই তারকা 2027 বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলেই। কারণ, ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ অজিত আগরকর জানিয়েছেন, ‘রোহিত এবং বিরাট বোর্ডের 2027 বিশ্বকাপের (2027 Cricket World Cup) পরিকল্পনায় নেই।’ শোনা যাচ্ছে, এই দুই ক্রিকেটারের পাশাপাশি আরও 3 ভারতীয় প্লেয়ারকে নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এই 5 ভারতীয় ক্রিকেটার 2027 ODI বিশ্বকাপ নাও খেলতে পারেন!
News 18 এর রিপোর্ট অনুযায়ী, রোহিত এবং বিরাট ছাড়াও ভারতীয় দলের তিন অতি পরিচিত মুখ অর্থাৎ রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং ঋষভ পন্থ 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। শোনা যাচ্ছে, মূলত বয়স জনিত কারণ, তরুণদের সুযোগ দেওয়া এমনকি ফিটনেসের কারনেও এই 5 ক্রিকেটার 2027 বিশ্বকাপে জায়গার নাও পেতে পারেন।
বাদ পড়তে পারেন মহম্মদ শামি
মূলত ফিটনেস জনিত কারণে বহুদিন জাতীয় দল থেকে দূরে রয়েছেন টিম ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। শেষবারের মতো চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ হয়নি তাঁর। প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং পরে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও বাদ পড়েছেন এই ভারতীয় তারকা। শোনা যায়, শামির ফিটনেস জনিত কারণ ও বয়সকে সামনে রেখে তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে বোর্ড। ফলে, 2027 সালে গিয়ে শামিকে আদৌ বিশ্বকাপে জায়গা দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় থাকাই স্বাভাবিক।
রবীন্দ্র জাদেজা
রোহিতদের পাশাপাশি 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই 20 ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। যদিও বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক তিনি। সেই মতোই, দলের হয়ে একের পর এক উইকেট ভাঙছেন জাদেজা, রান এসেছে ব্যাট থেকেও। তবে সবচেয়ে অবাক করা বিষয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। কাজেই 2027 বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে অনেকেরই। বেশ কয়েকটি সূত্র বলছে, হয়তো বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়ার মতো ঘটনাগুলিকে সামনে রেখে অবসর নিতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: আচমকাই অসুস্থ, হাসপাতালে ভর্তি শমিক ভট্টাচার্য! কী হয়েছে তাঁর?
জাায়গা হবে না পন্থেরও?
সাম্প্রতিক চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন ভারতীয় তারকা ঋষভ পন্থ। যদিও টিম ইন্ডিয়ায় ফিরতে মুখিয়ে তিনি। তবে সাদা বলের ফরম্যাটে তাঁকে কতটা গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। কেননা, ওয়ানডে দলে উইকেট কিপার ব্যাটসম্যান বিকল্প হিসেবে ভারতের কাছে দুজন বড় প্লেয়ার কে এল রাহুল এবং ধ্রুব জুরেল রয়েছেন। ফলে এই দুই বিকল্প থাকায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে হয়তো সুযোগ নাও পেতে পারেন পন্থ।