‘ভুটানের জলেই এত ক্ষতি হয়েছে, ওরা ক্ষতিপূরণ দিক!’, উত্তরবঙ্গ থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Published:

Mamata Banerjee On Bhutan she says Bhutan is responsible for current situation of North Bengal
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্তরা ঠিকমতো সাহায্য পাচ্ছেন কিনা, ত্রাণ সামগ্রী ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, এক কথায় পুনর্গঠনের প্রক্রিয়া কতদূর তা খতিয়ে দেখার জন্যই ফের উত্তরে পা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে পৌঁছেই, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি মৃতদের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা। সেই সাথে, উত্তরের ভয়াবহ বন্যার নেপথ্যে ফের ভুটানকে দায়ী করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি (Mamata Banerjee On Bhutan)।

ফের উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

হাসিমারা সফর শেষ করে সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরাকাটায় পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই দূর্গতদের উদ্দেশ্যে ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, ‘আচমকা নদীর জল ঢুকে পড়ায় যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারগুলিকে আমরা ইতিমধ্যেই 5 লক্ষ টাকা করে দিয়েছি। আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারে একটি করে চাকরি দেব, আমি এবার সেই চাকরিটা রেডি করে নিয়ে এসেছি। আপনাদের সেটা দিয়ে যাব।’

নদীর জলে সহায় সম্বল সব হারিয়েছেন অসহায় মানুষজন। সেখানে পরীক্ষার কাগজপত্র এমনকি রেজাল্ট তো ছাড়! এই পর্বে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাগজপত্র হারিয়ে গেছে জানি.. যাদের যা হারিয়ে গিয়েছে এখানে লেখান.. ডুপ্লিকেট কাগজ পেয়ে যাবেন।’ এদিন উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে মৃতদের পরিবারকে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির কারণে ফের ভুটানকে দায়ী করে বড় দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো।

‘ভুটানকে ক্ষতিপূরণ দিতে হবে’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার উত্তরবঙ্গে পৌঁছে সেখানকার বিপর্যস্ত অবস্থাকে সামনে রেখে আমজনতার দুর্ভোগের নেপথ্যে ফের আরও একবার ভুটানকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে বলতে শোনা যায়, ‘ভুটান থেকে আসা জলেই এত ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক… যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে তো আমাদেরই হচ্ছে। সবটাই পশ্চিমবঙ্গ সরকার করে, দিল্লি এক পয়সাও দেয় না!’

 

নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে | Assessing flood hit areas in Nagrakata, Jalpaiguri.

নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে | Assessing flood hit areas in Nagrakata, Jalpaiguri.

Posted by Mamata Banerjee on Monday, October 13, 2025

অবশ্যই পড়ুন: ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ, খুন! দেহ মাটিতে পুঁতে পালাল প্রতিবেশী

উল্লেখ্য, নাগরাকাটার বিপর্যস্ত গ্রামগুলি পরিদর্শনের পর আজ রাতেই শিলিগুড়ি ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মিরিকের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে ওই পথেই দার্জিলিং যাবেন তিনি। সেখানে প্রয়োজনীয় কর্মসূচি সেরে আগামী শুক্রবার কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। এর মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে ঘোষণা আসতে পারে মুখ্যমন্ত্রীর তরফে, আপাতত এমনটাই আশা ওয়াকিবহাল মহলের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join