আট বছর পর অবশেষে স্বপ্নপূরণ! ঝাঁ চকচকে নতুন সেতু পেতে চলেছে উত্তর দিনাজপুর

Published:

North Dinajpur
Follow

প্রীতি পোদ্দার, উত্তর দিনাজপুর: ২০১৭ সালেই তৈরি হয়ে গিয়েছিল ব্রিজ, কিন্তু এপ্রোচ রোডের কাজ সম্পন্ন না হওয়ায় দুই বিধানসভার মানুষের মধ্যে নেই যোগাযোগ। দীর্ঘদিন ধরেই চলছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের বোচাগাড়ি এলাকায় এই সমস্যা। সেতু নির্মাণের এই ঘটনাকে ঘিরে বেশ কয়েকবার লিখিত আবেদন জানালেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে সেতু নিয়ে বড় উদ্যোগ নিলেন প্রশাসন।

সেতু নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ

রিপোর্ট অনুযায়ী, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকায় এক নম্বর ব্লকের বোচাগাড়ি এলাকায় বয়ে গিয়েছে পিতানু নদী। তাই নদীর ওই পাড়ে যেতে গেলে নৌকা ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে নদীর এই রাস্তা এড়িয়ে যেতে হলে অনেকটা ঘুরপথে সাইকেল করে যেতে হয় গ্রামবাসীদের। সেক্ষেত্রে এটি অনেকটা সময় সাপেক্ষ। তাই দীর্ঘদিন ধরে সেখানকার বাসিন্দারা একটি সেতু নির্মাণের জন্য আবেদন জানিয়ে আসছে। কিন্তু সেই আবেদন খুব একটা সাড়া পাওয়া যাচ্ছিল না। অবশেষে নির্বাচনের আগে গ্রামবাসীদের আবেদন পূরণ হতে চলেছে। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে গোয়ালপোখর এক নম্বর ব্লকের বোচাগাড়ি সেতু।

প্রায় শেষের পথে এপ্রোচ রোডের কাজ

উল্লেখ্য প্রায় ৮ বছর আগে ২০১৭ সালে গ্রাম বাসীদের আবেদনে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রায় সাত কোটি টাকার প্রকল্পে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু সেতু পুরোপুরি তৈরি হলেও এপ্রোচ রোডের কাজ না হওয়ায় প্রায় ছয় বছর ধরে সেতুটি অচল অবস্থায় পড়ে ছিল। অবশেষে চলতি বছরের মার্চ মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে আরও আড়াই কোটি টাকা ব্যয়ে এপ্রোচ রোডের কাজ শুরু হয়। জানা গিয়েছে প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে সেতু ও এপ্রোচ রোডের কাজ সম্পন্ন হওয়ার মুখে। আর এই কাজ শেষ হলে চালু হতে চলে সকলের শখের এই নতুন সেতু।

আরও পড়ুন: ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ, খুন! দেহ মাটিতে পুঁতে পালাল প্রতিবেশী

আনন্দে আপ্লুত বাসিন্দারা

দীর্ঘদিন ধরে গোয়ালপোখর ও চাকুলিয়া এই দুটি বিধানসভার মানুষের যাতায়াত কার্যত বিচ্ছিন্ন ছিল। নদী পার হয়ে যাতায়াত করতে হত স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। যাতায়াতের জন্য তাঁদের একমাত্র অবলম্বন ছিল নৌকো। আবার বর্ষার সময় ঝুঁকি নিয়েই তাঁদের নদী পারাপার করতে হত। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে দুই এলাকার যুবক-যুবতীদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যেত এই যোগাযোগ সমস্যার কারণে। শেষে দীর্ঘদিনের দাবি মেনে বড় উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বাসিন্দারা জানান, সেতু নিয়ে তাঁদের দাবি ছিল দীর্ঘদিনের। যা এবার অবশেষে পূর্ণ হল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join