বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ। ইতিমধ্যেই IPL 2026 নিলামের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আগামী 13 থেকে 15 ডিসেম্বর মধ্যে দেশের মাটিতেই গড়াতে পারে নিলাম পর্ব। তবে তার আগে আগামী 15 নভেম্বর দলগুলি তাদের প্লেয়ারদের রিটেইন তালিকা প্রকাশ করতে পারে।
ভক্তদের একাংশ মনে করছেন, গত বছরের মতো ভুল বোধহয় এবছর আর করবে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বলা বাহুল্য, 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 23.75 কোটি টাকা দিয়ে নিলাম থেকে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল শাহরুখ খানের দল। তবে মাঠে নেমে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। খেলোয়াড়ের পারফরমেন্স তার দামের সাথেও একেবারেই মানানসই ছিল না। মূলত সে কারণেই এবার হয়তো ভেঙ্কটেশকে ছেড়ে দিতে পারে KKR। সেক্ষেত্রে ওই দামে অন্তত দু থেকে তিনজন ভাল মানের ক্রিকেটারকে দলে পেয়ে যাবে কলকাতা। কিন্তু কাদের পাখির চোখ করতে পারে KKR? রইল সম্ভাব্য তালিকা।
KKR এর নিশানায় 3 প্লেয়ার…
গত বছর কলকাতার জার্সি গায়ে মোট 11টি ম্যাচ খেলেছিলেন বহুমূল্য ক্রিকেটার ভেঙ্কটেশ। সেই যাত্রায় মাত্র 139.22 স্ট্রাইক রেটে 142 রান করেছিলেন তিনি। 23 কোটি 75 লাখের প্লেয়ারের এমন ফর্ম যথেষ্ট হতাশ করেছিল টিম ম্যানেজমেন্টকে। তাছাড়া বল হাতেও সে অর্থে জ্বলে উঠতে পারেননি আইয়ার। আর সেই সব কারণকে সামনে রেখেই মনে করা হচ্ছে হয়তো নতুন করে আর ভেঙ্কটেশকে নিয়ে রিস্ক নিতে চাইবে না কলকাতা।
সূত্র বলছে, ভেঙ্কটেশকে দল থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সেই সাথেই নাকি নতুন IPL মরসুমে ঘুরে দাঁড়াতে তিনজন বড় মাপের ক্রিকেটারের উপর নজর রেখেছে শাহরুখ খানের দল। India.Com এর রিপোর্ট বলছে, কলকাতা নাইট রাইডার্স মূলত ডেথ ওভারে শক্তি বাড়াতে ভারতীয় বোলার হর্ষল প্যাটেলকে দলে নিতে পারে। গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মোট 16টি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন এই ক্রিকেটার। মূলত ডেথ ওভারে তাঁর দক্ষতা প্রশংসনীয়।
প্রতিবেদন অনুযায়ী, হর্ষল ছাড়াও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারনশ জৈনকে সই করাতে পারে কলকাতা নাইট রাইডার্স। বলা বাহুল্য, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে 44টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও দুলীপ ট্রফিতে 300 এরও বেশি রান রয়েছে তাঁর। এও শোনা যাচ্ছে, দীর্ঘদিন জাতীয় দল থেকে উপেক্ষিত বছর 25 এর দাপুটে ক্রিকেটার পৃথ্বী শকেও। টার্গেট করতে পারে KKR। না বললেই নয়, গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে অবিক্রিত ছিলেন তিনি। তবে পুনের হয়ে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের অনুশীলন ম্যাচে সেঞ্চুরি হাকিয়েছেন পৃথ্বী। তাঁর সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। মনে করা হচ্ছে নিজেদের টপ অর্ডার শক্তিশালী করতে এই ব্যাটসম্যানকে দলে নিতে পারে KKR ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: মাধ্যমিক পাস সিকিউরিটি গার্ড আজ Zoho-র সফটওয়্যার ইঞ্জিনিয়ার! কাঁদাবে আলীমের গল্প
উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ার ছাড়াও আরও এক অলরাউন্ডার এবং এক বিদেশি পেসারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। সূত্রের যা খবর, বিগত দিনগুলিতে ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলের ফর্ম খুব একটা ভাল না থাকার কারণে 2026 IPL মরসুমের আগেই তাঁকে ছেড়ে দিতে পারে শাহরুখের ম্যানেজমেন্ট। এছাড়াও বাদের খাতায় নাম উঠতে পারে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নরকিয়ারও।