কবে বেরোবে DA মামলার রায়? বড় তথ্য প্রকাশ করলেন সরকারি কর্মচারীদের নেতা

Published:

bengal da case
Follow

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই পশ্চিমবঙ্গের ডিএ মামলা (Bengal DA Case) নিয়ে ততই উৎকণ্ঠা বাড়ছে বাংলার সরকারি কর্মীদের মধ্যে। বকেয়া মহার্ঘ্য ভাতা কি আদৌ মিলবে? সেই প্রশ্নের অপেক্ষায় দিন গুনছেন সকলে। পুজোর আগে বাংলার মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে, এবার সুপ্রিম কোর্টের রায়দানের পালা। তবে এই রায়দান কবে হবে সেই নিয়ে বারবার উঠছে প্রশ্ন। অবশেষে এ নিয়ে এবার বড়সড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

কবে হবে DA মামলার চূড়ান্ত রায় ঘোষণা?

একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই DA মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে। আদালত সূত্রে জানা গেছে, দীপাবলির ছুটির আগে অর্থাৎ ২০ অক্টোবরের মধ্যেই এই রায় প্রকাশ হতে পারে। ফলে রাজ্য জুড়ে সরকারি কর্মচারী মহলে এখন একদিকে যেমন প্রবল উৎকণ্ঠা কাজ করছে, ঠিক তেমনই ভালো কিছুর আশা করছেন। সকলের মধ্যে একপ্রকার ইতিবাচক মনোভাব রাখছেন। এই নিয়ে মন্তব্যও করতে শোনা গিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়কে।

বড় মন্তব্য মলয় মুখোপাধ্যায়ের

ফেসবুকে একটি অডিও শেয়ার করে মলয়বাবু জানান, ‘আমরা সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করেছিলাম যে কবে রায় বেরোবে? তো আমাদের বলা হয় ওয়েবসাইটে যেদিন দেবে সেদিন কোর্ট আওয়ারে হয়তো আমরা জানতে পারব। ‘ওয়েবসাইটে না বেরোনো অবধি তো আপনারা ঘোষণা করতে পারবেন না, বলাটা উচিতও না’, এটা বলা হয় আমাদের। কোর্ট মাঝে আর কয়েকদিনই খোলা আছে। যেহেতু কোর্ট রাজ্য সরকারকে ২ সপ্তাহ সময় দিয়েছিলো, খুব সম্ভবত অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত রায়দান হতে পারে সম্ভবত। আমরা তো ১০০% নিশ্চিত নই। কর্মচারী সমাজকে আমরা সেটাই বলছি। ওয়েবসাইট থেকে জানতে পারব তারপর কোর্ট আমাদের বলবে। আমরা সেই মতো সময় থাকতে দিল্লিতে পৌছাব।’

আরও পড়ুনঃ জবাবদিহি ছাড়াই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের ১০০% টাকা, যুগান্তকারী সিদ্ধান্ত EPFO-র

এর আগে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন যে, ‘যদি আদালতের রায় কর্মচারীদের পক্ষে আসে, তাহলে সেই বকেয়া ডিএ কীভাবে আদায় করতে হয়, তা কর্মচারী সমাজ ভালোভাবেই জানে। তার এই বক্তব্যে স্পষ্ট যে, তারা তাদের দাবি আদায়ে বদ্ধপরিকর এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতেও প্রস্তুত। এই আইনি লড়াইয়ের ফলাফল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join