শোনা হবে না আর কোনও আবেদন! গ্রুপ–সি, গ্রুপ–ডি মামলায় SSC-কে ধাক্কা দিল সুপ্রিম কোর্ট

Published:

supreme court ssc case
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে মাথায় বাজ ভেঙে পড়ল স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর। আর এটি ঘটেছে সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে। সোমবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অধীনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য চলমান নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

SSC-কে ধাক্কা সুপ্রিম কোর্টের

এদিন নিয়োগ সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা চাওয়ার আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ। ‘যোগ্য’ অশিক্ষক কর্মী পদের জন্য প্রার্থীদের একটি অংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মূলত রাজ্য সরকার এবং এসএসসিকে এই বছরের শুরুতে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত সময়সীমার অনুরূপ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে সেইজন্য।

আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন যে এই ধরনের সময়সীমা ছাড়া, নিয়োগ আসলে কখন হবে সে সম্পর্কে তাদের কোনও নিশ্চয়তা নেই। শুনানির সময়, বেঞ্চ পর্যবেক্ষণ করে যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত মূল মামলাটি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে এবং একই বিষয়ে বারবার আবেদনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে। আদালত স্পষ্ট জানায় যে, “কোনও অতিরিক্ত আবেদনের শুনানি হবে না। আমরা ইতিমধ্যেই পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছি। এমন পরিস্থিতিতে কেন একই বিষয়ে নতুন আবেদন দাখিল করা হচ্ছে?”

নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না সর্বোচ্চ আদালত

আবেদনকারীদের আইনজীবী যুক্তি দেন যে শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হলেও, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য শূন্যপদগুলির বিজ্ঞাপনে বিলম্ব হয়েছে, যা প্রার্থীদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। তবে, বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে একই বিষয়ে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। আদালত পর্যবেক্ষণ করেছে যে যদি নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়, তাহলে আবেদনকারীদের যথাযথ ফোরামে নতুন করে আবেদন করার স্বাধীনতা থাকবে, তবে সরাসরি সুপ্রিম কোর্টের সামনে নয়। বেঞ্চ জানিয়েছে, “আপনাদের হাইকোর্টের কাছে যাওয়ার স্বাধীনতা আছে, তবে এখানে আর কোনও বিবিধ আবেদনের শুনানি হবে না।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join