সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আরজি করের দুর্নীতি প্রকাশ্যে আনা আখতার আলি

Published:

Akhtar Ali
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওই হাসপাতালেরই তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি (Akhtar Ali)। এবার সেই ডেপুটি সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন। গতকাল, সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তার কাছে।

ইস্তফা দিলেন আখতার আলি

২০২৩ সালে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আর্থিক আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে চিঠি লিখতেই আরজি কর থেকে তাঁকে বদলি করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে ডেপুটি সুপার পদে কিছু দিন কাজ করার পর চলতি বছরের এপ্রিল মাসে তাঁকে আবার বদলি করে পাঠানো হয় উত্তর দিনাজপুরে। এতদিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে কর্মরত ছিলেন। কিন্তু এবার সেই সরকারি চাকরি ছাড়লেন আখতার আলি। গতকাল অর্থাৎ সোমবার সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে নিজের পদত্যাগপত্র পাঠানো হলেও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, সোমবার রাত পর্যন্ত তা জানানো হয়নি স্বাস্থ্য দফতরের তরফে।

কেন এই সিদ্ধান্ত আখতারের?

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে আখতার আলি অভিযোগ করেন যে, আরজি করে দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকেই তাঁর বিরুদ্ধে সরকারি প্রতিহিংসা শুরু হয়েছে। একের পর এক বদলির নির্দেশ জারি হয় তাঁর নামে। তাই এই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়াও আখতার আলি দাবি করেছেন যে, ‘‘সরকারি চাকরি করে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারছি না। কেউ আমাকে লড়তে দেবে না। তাই আমি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার দু’টি নীতি। এক, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আর দুই, পড়ুয়াদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সরব হওয়া। সেই লড়াই আমি চালিয়ে যাব।’’

আরও পড়ুন: ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মাত্র ৪ মাসেই জামিন কসবা গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্তর!

বিজেপিতে যোগ আখতারের

এদিকে আখতার আলি সম্প্রতি বিজেপি রাজ্য নয়া সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই বিজেপিতে এর যোগদানের একটা ইঙ্গিত তৈরি হয়েছিল। আর সেই সাক্ষাতের কদিনের মধ্যে তিনি সরকারি পদ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় আরও গুঞ্জন নাড়তে থাকে। যদিও সেই সাক্ষাৎ বিষয়ে আখতার আলি স্পষ্ট বলেন, ”আমি অনলাইন মেম্বার হয়েছি এটা আমার মৌলিক অধিকার। সাক্ষাৎ করাটাও। পুজোর পর ওঁর সঙ্গে দেখা করতে গেছিলাম কারণ ওঁর কিছু বক্তব্য আমার ভাল লেগেছিল।” তবে যদি কোনোদিনও তাঁর রাজনৈতিক ময়দানে যোগদানের সুযোগ আসে তাহলে তিনি যে বিজেপিতেই যোগদান করবে সেটা স্পষ্ট। কারণ তিনি দাবি করেন, তৃণমূলে ভর্তি দুর্নীতি রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join