বিক্রম ব্যানার্জী, কলকাতা: 7 উইকেট হাতে রেখে ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের বিপক্ষে শত চেষ্টা করেও বেলা শেষে ঘুরে দাঁড়াতে পারেনি রস্টন চেজের দল। সব মিলিয়ে, দিল্লির বুকে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় দল (WTC Points Table)। সেই সাথেই, প্রশংসিত হচ্ছে শুভমন গিলের অধিনায়কত্বও।
WTC পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে 4 ম্যাচ জেতার পাশাপাশি দুটিতে পরাজয় এবং একটিতে ড্র নিয়ে বর্তমানে WTC পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে শুভমনের ভারত। বলা বাহুল্য, টিম ইন্ডিয়ার বর্তমান পয়েন্ট 52। এছাড়াও ভারতের পয়েন্ট কালেক্টেড পার্সেন্টেজ 61.90।
অবশ্যই পড়ুন: IFA শিল্ডে ডার্বি নিয়ে ভাবছেনই না অস্কার, আজ ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন ইবুসুকি?
টিম ইন্ডিয়ার ঠিক উপরেই রয়েছে, শ্রীলংকা। হ্যাঁ, লঙ্কান বাহিনী আবার দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার মগডালে রয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে তিন ম্যাচের তিনটিতেই জিতে 36 পয়েন্টে দৌড়াচ্ছে অজিরা।
এছাড়াও, WTC পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অর্থাৎ ভারতের ঠিক নিচেই রয়েছে ইংল্যান্ড। 5 ম্যাচের দুটি জিতে তাদের পয়েন্ট এখন 26। অন্যদিকে ভারতের কাছে সদ্য টেস্ট সিরিজ হেরে বলা ভাল, 5 ম্যাচের প্রতিটিতে পরাস্ত হয়ে বাংলাদেশের পরে অর্থাৎ 6 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আবার দুই ম্যাচের দুটিতেই হেরে পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া নিউজিল্যান্ড, পাকিস্থান এবং দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত WTC চক্রে তাদের যাত্রা শুরু করেনি।