সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন ব্যবহার করে না, এমন লোক মনে হয় খুঁজে পাওয়ায় দুষ্কর। তবে কোনও দরকারি কারণে আমরা কাস্টমার কেয়ার বা সার্ভিস কেয়ারের নম্বর খুঁজি। এমনকি আমরা গুগলে গিয়েই তা সার্চ করি। তবে আপনি কি জানেন, ইন্টারনেটে এমন কিছু ফোন নম্বর (Fake Phone Number) রয়েছে, যেগুলিতে ফোন করলেই আপনি সর্বস্ব খোয়াতে পারেন? হ্যাঁ, নিমেষের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। আজ এমনই কিছু নম্বর জানাবো এই প্রতিবেদনে।
ভয়ংকর ফাঁদ স্ক্যামারদের
দেখুন, বর্তমানে ইন্টারনেটে প্রতারকরা ওঁত পেতে বসে রয়েছে। আর তাদের ফাঁদে পা দিলেই সর্বস্ব খোয়াতে হবে। স্ক্যামাররা এখন সার্চ ইঞ্জিনের মাধ্যমে সাধারণ মানুষের উপর প্রতারণা করছে। তারা আসলে ওয়েবসাইটে জাল ফোন নম্বর দিয়ে রাখছে, যাতে আপনি ফাঁদে পড়েন। আর ভুলবশত আপনি এই নম্বরগুলিতে কল করলেই প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেবে।
ফোর্বসের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে সার্চ প্যারামিটার ইঞ্জেকশন অ্যাটাক নামের একটি জালিয়াতি চলছে। মোদ্দা কথা, স্ক্যামাররা জাল ফোন নম্বর দিয়ে একটি বিশেষ লিঙ্ক তৈরি করছে। আর সেই লিঙ্কে ক্লিক করলে কোম্পানির আসল ওয়েবসাইটে নিয়ে যাবে। এমনকি আপনি সেই ওয়েবসাইটে ঢোকার পর একটি জাল নম্বর দেখতে পাবেন। তবে আপনি যদি কাস্টমার কেয়ার সার্ভিস বা অন্য সার্ভিস কেয়ারের নম্বর ভেবে তাতে ফোন করেন, তাহলে অপর প্রান্তের ব্যক্তি কোম্পানির একজন কর্মচারী বলে পরিচয় দেবে। আর ধাপে ধাপে আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্কের বিবরণ, পাসওয়ার্ড ইত্যাদি চেয়ে নেবে। আর এতেই আপনি পড়বেন ফ্যাসাদে।
আসল ওয়েবসাইটে পোস্ট হচ্ছে ভুয়ো নম্বর
সম্প্রতি নেটক্রাফ্ট নামের একটি কোম্পানি এই ধরনের জালিয়াতির বিষয়ে সতর্ক হয়েছে। তারা বলছে, স্ক্যামাররা এখন সার্চ ইঞ্জিন টুলকে ব্যবহার করছে। আর তারা এমন কৌশলে লিঙ্কগুলিকে অপটিমাইজ করছে, যাতে সার্চ ইঞ্জিনে সেগুলিকে আগে দেখায়। এখন তারা আসল ওয়েবসাইটগুলিতেই জাল নম্বর ঢুকিয়ে দিচ্ছে। আরে এতে ব্যবহারকারীদের প্রতারণা হওয়ার সম্ভাবনা আরও বাড়ছে। কারণ ওয়েবসাইটটি আপনি দেখে বুঝতেও পারবেন না যে সেটি আসল নাকি নকল। তাই অবশ্যই কোনও জায়গায় কল করার আগে বারবার যাচাই করুন।
আরও পড়ুনঃ ৯৯ মাসে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি! GST কমতেই স্বস্তির নিঃশ্বাস জনতার
মোটেও কল করবেন না এই নম্বরে
দেখুন, যে সমস্ত ওয়েবসাইটের URL-এ ফোন নম্বর বা Call Now বা Emergency Support এর মতো কিছু দেখতে পাবেন, সেই সাইট থেকে নেওয়া নম্বরে কোনওভাবেই কল করবেন না। পাশাপাশি যে সমস্ত ওয়েবসাইটের URL-এ %, স্পেস বা + codes দেখায়, সেই সমস্ত ওয়েবসাইট থেকে নেওয়া নম্বরে কোনওভাবেই কল করবেন না। আর যদি ওয়েবসাইটের সার্চ রেজাল্টে কিছু টাইপ না করেই কল করার নম্বর দেওয়া থাকে, তাহলে সেই নম্বরে কল করবেন না। পাশাপাশি ‘Account Suspended’ বা ‘Call Immediately’ এর মতো কোনও পপ-আপ যদি পান, তাহলে সেই নম্বরেও ভুলেও কল করবেন না। তাই নিজে সতর্ক হন এবং সকলকে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সতর্ক করুন।