বিহার ভোটে বামেদের প্রার্থী প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের বোন, কে এই দিব্যা গৌতম? 

Published:

divya gautam
Follow

প্রীতি পোদ্দার, পটনা: মনে আছে বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথা? ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে যাঁর রহস্যমৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবার তাঁরই তুতো বোন দিব্যা গৌতম (Divya Gautam) বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। জোট ‘ইন্ডিয়া’-র অন্যতম শরিক দল সিপিআইএমএল (লিবারেশন)-এর আসন্ন নির্বাচনে টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বুধবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা।

 কে এই দিব্যা গৌতম?

জানা গিয়েছে সুশান্ত সিং রাজপুত-এর তুতো বোন দিব্যা গৌতম নিজেও থিয়েটার শিল্পী। পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতক হন। পরে পটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পান। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির প্রতি আগ্রহ ছিল তাঁর। সেই কারণে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ‘অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশন’-এর সক্রিয় সদস্য ছিলেন দিব্যা। এবং ২০১২ সালে পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদের জন্যও আইসার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি।

বুধবার জমা দেবেন মনোনয়নপত্র

দিব্যা বরাবর পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। পটনা ইউমেন্‌স’ কলেজে একসময়ে শিক্ষকতাও করেছেন। বিহারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা দফতরের অধীনেও ‘সাপ্লাই ইনস্পেক্টর’ হিসাবে কিছু দিন কাজ করেছেন। বর্তমানে পিএইচডি করছেন তিনি। তবে এবার সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ময়দানে নামতে চলেছেন তিনি। জানা গিয়েছে দিব্যা গৌতমকে বিহারের দিঘা বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করছে জোট ‘ইন্ডিয়া’-র অন্যতম শরিক দল সিপিআইএমএল (লিবারেশন)। আগামীকাল অর্থাৎ বুধবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। এ বারের নির্বাচনে বিরোধী জোট এখনও পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্ত করেনি। তবে ছোট দলগুলি নিজের মতো করে প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে।

সমাজ পরিবর্তনের ডাক দিব্যার

গতকাল অর্থাৎ সোমবার রাতে সিপিআইএমএল (লিবারেশন)-এর বিহার রাজ্য কমিটি সোশ্যাল মিডিয়ায় দিব্যার সঙ্গে দলীয় নেতাদের একটি ছবি পোস্ট করেছিল। যেখানে ওই পোস্টের সঙ্গে লেখা হয়, দিঘা থেকে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিব্যা। ভোটে লড়ার কথা জানিয়েই দিব্যা হুঙ্কার দিয়েছেন যে আজকের রাজনীতি দেশের ধনীদের হাতের পুতুল হয়ে গিয়েছে, সাধারণ মানুষের কথা আর কেউ শোনে না। তবে এবার সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। এদিকে ভাকপা-মালে দলের তরফে জানানো হয়েছে, দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত মুখকে সামনে রেখে তারা সমাজে নতুন বার্তা দিতে চায়।

আরও পড়ুন: টেন্ডারের আগে রাস্তা তৈরি! বিরাট কীর্তি কৃষ্ণনগরের ভাইস চেয়ারম্যানের, মামলা হাইকোর্টে

উল্লেখ্য, বিহারে এবার বিধানসভা নির্বাচন দু’দফায় হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০ অক্টোবর সেই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ১৩ অক্টোবর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। দুই দফার ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join