চিন ব্রহ্মপুত্রে বাঁধ তৈরি করায় ৭,৭০০ কোটির জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা ভারতেরও

Published:

India Hydropower Project to responds China
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিব্বতে ব্রহ্মপুত্র নদের স্রোতের বিপরীতে বিরাট বাঁধ নির্মাণ করছে চিন। এবার সেই পটভূমিতেই 7700 কোটি ডলারের এক বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিল ভারত (India Hydropower Project)। এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সোমবার স্পষ্ট জানিয়েছেন, ‘2047 সালের মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকা থেকে 76 গিগাওয়াটেরও বেশি জলবিদ্যুৎ উৎপাদন করা এবং পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তৈরি হবে 208টি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিদ্যুৎ পরিকল্পনা কর্তৃপক্ষ ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে যে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা নিয়েছে তার আওতায় উত্তর-পূর্ব ভারতের 12টি উপ অববাহিকায় সবমিলিয়ে মোট 208টি বিরাট জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে।

রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে 64.9 গিগাওয়াটের সাধারণ জলবিদ্যুৎ এবং অতিরিক্ত 11.1 গিগাওয়াট পাম্পড স্টোরেজ প্ল্যান্টের মধ্যে দিয়ে উৎপন্ন করা হবে। বলাই বাহুল্য, ব্রহ্মপুত্র নদ তিব্বতের উজান থেকে উৎপন্ন হয়ে ভারতে অরুনাচলপ্রদেশ ও অসম অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে যদি শুধু অরুণাচল প্রদেশের কথা বলা হয় সে ক্ষেত্রে এখানেই রয়েছে প্রায় 52.2 গিগাওয়াট বিদ্যুৎ তৈরির সম্ভাবনা।

অবশ্যই পড়ুন: ডেটা সেন্টার থেকে বিরাট AI হাব! ভারতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করবে Google

উল্লেখ্য, ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে 2035 সালে চলমান কর্মযজ্ঞের জন্য প্রথম ধাপে প্রয়োজন হবে কমপক্ষে 1.91 ট্রিলিয়ন অর্থ। সেক্ষেত্রে ফেজ টুতে খরচ হবে 4.52 ট্রিলিয়ন। এরই মাঝে ভারত আশঙ্কা করছে, কোনও ভাবে চিন যদি ইয়ারলুং, জ্যাংবো নদীর উপর বাঁধ নির্মাণের কাজ শেষ করে ফেলে, সেক্ষেত্রে গরমের মরসুমে ভারতে ব্রহ্মপুত্রের জলপ্রবাহ 85 শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এদিকে নয়াদিল্লি আবার 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অ-জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। সব মিলিয়ে এখন দেখার, পরিকল্পনা অনুযায়ী কাজ কতদূর গড়ায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join