কালীপুজোর আগে গ্ৰুপ সি কর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা রেলের, কত মিলবে?

Published:

Diwali Bonus For Rail Employees
Follow

সহেলি মিত্র, কলকাতা: দীপাবলির আগে একের পর এক  ঘোষণা করেই চলেছে কেন্দ্রীয় সরকার। দীপাবলির আগে, সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের মুখে হাসি ফুটে উঠেছে, কারণ প্রতিবারের মতো, কেন্দ্রীয় সরকার বোনাসের সাথে মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করেছে। সরকারের এই ঘোষণা দেশজুড়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পরিবারে আনন্দের সৃষ্টি করেছে। সবথেকে বেশি তো লটারি লেগেছে রেল কর্মীদের। তাঁরা একের পর এক বোনাস পেয়েই চলেছেন। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। এবার রেলের কিছু সংখ্যক কর্মীর বোনাস (Diwali Bonus 2025) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র।

রেলের গ্ৰুপ সি কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত

এমনিতে চলতি বছর, সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দুটি সুখবর দিয়েছে। প্রথমে বোনাস ঘোষণা করা হয়েছে এবং তারপরে ৩% মূল্যবৃদ্ধি ভাতা (ডিএ) বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির সাথে সাথে, ডিএ এখন ৫৫% থেকে বেড়ে ৫৮% হয়েছে। এসবের মাঝেই এবার বিরাট সুখবর দিল উত্তর মধ্য রেলওয়ে। রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং রেলওয়ে সুরক্ষা বিশেষ বাহিনীর গ্রুপ সি কর্মীরা ২০২৪-২৫ অর্থবর্ষে ৩০ দিনের বেতনের সমতুল্য অ্যাডহক বোনাস পাবেন। রেলওয়ে বোর্ড এই বিষয়ে উত্তর মধ্য রেলওয়ে সহ সমস্ত জোনকে একটি চিঠি জারি করেছে।

রেলওয়ে বোর্ড চিঠিতে স্পষ্ট করে জানিয়েছে যে সমস্ত গ্রুপ ‘সি’ আরপিএফ/আরপিএসএফ কর্মী, তারা পোশাক পরিহিত হোক বা পোশাকবিহীন, এই বোনাসের জন্য যোগ্য হবেন। এই বোনাস কোনও বেতন যোগ্যতার সীমা ছাড়াই প্রদান করা হবে। যোগ্যতা অনুযায়ী মিলবে বোনাস।

৭০০০ টাকা অবধি মিলবে বোনাস

জানলে খুশি হবেন, যোগ্যদের ৭০০০ টাকা অবধি বোনাস দেবে রেল। জানা গিয়েছে, বোনাস গণনার সর্বোচ্চ মাসিক সীমা ৭,০০০ টাওয়ার নির্ধারণ করা হয়েছে, যার ভিত্তিতে একজন যোগ্য কর্মচারী সর্বোচ্চ ৬,৯০৮ গকা বোনাস পাবেন। বোনাসের জন্য যোগ্য হতে হলে, কর্মচারীকে ৩১ মার্চ, ২০২৫ তারিখে চাকরিতে থাকতে হবে এবং ২০২৪-২৫ অর্থবছরে কমপক্ষে ছয় মাস একটানা চাকরি করতে হবে।

অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩% মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হলেও, রেল কর্মীদের জন্য ৭৮ দিনের বেতনের সমতুল্য উৎপাদনশীলতা-সংযুক্ত বোনাস (PLB) অনুমোদিত হয়েছে। এই প্রকল্পটি প্রায় ১.১ মিলিয়ন নন-গেজেটেড কর্মচারীকে উপকৃত করবে, যার মধ্যে লোকো পাইলট, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, স্টেশন মাস্টার এবং গার্ডদের মতো ফ্রন্টলাইন কর্মীরাও অন্তর্ভুক্ত থাকবে।প্রতিটি কর্মচারী সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা বোনাস পাবেন। সরকার ২৯শে সেপ্টেম্বর এটি ঘোষণা করেছে এবং দশেরার আগেই এই পরিমাণ ইতিমধ্যেই অ্যাকাউন্টে পৌঁছে গেছে। রেলওয়ের পাশাপাশি, কেন্দ্রীয় সরকার গ্রুপ সি এবং নন-গেজেটেড গ্রুপ বি কর্মচারীদের ৩০ দিনের বেতনের সমতুল্য বোনাসও দিচ্ছে। এই বোনাস সরাসরি অক্টোবর মাসের বেতনের সাথে জমা হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join