নাগরিক আচরণের শীর্ষ ৩-এ নেই বিজেপি শাসিত কোনও রাজ্য! চমক বাংলার, দেখুন তালিকা

Published:

Civic Behaviour Survey Report
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ইন্ডিয়া টুডে’র তরফ থেকে প্রকাশিত হয়েছে ভারতের রাজ্যভিত্তিক নাগরিক আচরণের রিপোর্ট (Civic Behaviour Survey Report)। আর সেই ফলাফল দেখে কার্যত সাধারণ মানুষের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সবথেকে বড় ব্যাপার, সেরা পাঁচ রাজ্যগুলির নাম শুনলে ভিমড়ি খাবেন আপনিও। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রিপোর্ট কী বলছে।

শীর্ষ পাঁচে তিনটিই অবিজেপি শাসিত রাজ্য

ইন্ডিয়া টুডে’র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবার নাগরিকত্বের আচরণের শীর্ষ পাঁচ রাজ্যের মধ্যে তিনটি রাজ্যই বিজেপি শাসনের আওতাই নেই। হ্যাঁ, কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং এক্কেবারে সত্যি। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে নাগরিক বোধ আর রাজনৈতিক সংস্কৃতি, সবকিছু গভীরভাবে প্রকাশ পেয়েছে এই রাজ্যগুলিতে। তবে কারা রয়েছে সেই শীর্ষ পাঁচে?

রিপোর্ট বলছে, রাজ্যভিত্তিক নাগরিক আচরণের তালিকায় সেরা পাঁচে রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি এবং কেরালা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। এই পাঁচটি রাজ্যেরই নাগরিকদের আচরণ সবথেকে ভালো, এমনটাই দাবি করছে রিপোর্ট। প্রসঙ্গত, গত কয়েক দশক ধরেই কেন্দ্র সরকার জিডিপি, অবকাঠামগত উন্নয়ন আর ব্যবসার প্রতি জোড় দিয়েছে। তবে সবথেকে বড় ব্যাপার, শীর্ষ পাঁচে থাকা রাজ্যগুলির মধ্যে তিনটি অর্থাৎ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেরালা কোনওটাই বিজেপি শাসিত নয়।

কীসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে এই রিপোর্ট?

জানা যাচ্ছে, লিঙ্গ ভূমিকা থেকে শুরু করে যৌন নিরাপত্তা, নাগরিকদের আচরণ এবং বৈচিত্রের উপর নির্ভর করেই ইন্ডিয়া টুডে এই রিপোর্ট প্রকাশ করেছে। নাগরিকদের আচরণ বলতে গেলে আবর্জনা ফেলা, পাবলিক ট্রান্সপোর্টে টিকিট ছাড়া ভ্রমণ করা বা অভাবী, দুর্দশাগ্রস্থ নাগরিকদের সাহায্য করার ইচ্ছার মতো আচরণের প্রতি জনসাধারণের মনোভাবকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই রিপোর্টে।

আরও পড়ুনঃ ডেটা সেন্টার থেকে বিরাট AI হাব! ভারতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করবে Google

তালিকায় আর কোথায় কারা?

তবে এই তালিকায় সবথেকে লজ্জার রেকর্ড গড়েছে যে সমস্ত রাজ্য সেগুলি হল— জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম এবং গোয়া। মূলত পূর্ব ভারতের রাজ্যগুলির রেকর্ড সবথেকে খারাপ। তবে সামগ্রিকভাবে ভালো ফলাফল অর্জন করেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খন্ড, কর্ণাটক এবং তেলেঙ্গানা। তবে বাংলার মুকুটে এই রিপোর্ট যে নয়া পালক ফেলল তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join