দেশে থাকবে মাত্র ৩টি সরকারি ব্যাঙ্ক, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

Published:

Bank Merging
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ব্যাঙ্কিং সেক্টরে এবার আসছে বিরাট পরিবর্তন। শোনা যাচ্ছে, এবার দেশে মাত্র তিনটি সরকারি ব্যাঙ্ক থাকবে। বর্তমানে থাকা ১২টি ব্যাঙ্ককে এবার সংযুক্ত (Bank Merging) করে মাত্র তিনটিতে নিয়ে আসা হবে। আর তালিকায় থাকবে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক।

সংযুক্তিকরণের দ্বিতীয় ধাপ

প্রসঙ্গত, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ব্যাঙ্কগুলিকে হয় বিক্রি করা হবে, না হয় সংযুক্ত করা হবে। সেই সিদ্ধান্ত মেনে ২০১৭ সালে সংযুক্তিকরণের কাজ শুরু হয়। তখন ২৭টি ব্যাঙ্ককে যুক্ত করে ১২টিতে করা হয়। আর এবার সংযুক্তিকরণের দ্বিতীয় ধাপে সেই ১২টি ব্যাঙ্ককে সংযুক্ত করে মাত্র ৩টিতে রূপান্তর করা হবে। অর্থাৎ, ৯টি ব্যাঙ্কের আর কোনও অস্তিত্ব থাকবে না। জানা যাচ্ছে, দেশে সরকারি ব্যাঙ্ক হিসাবে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক থাকবে।

উল্লেখ্য, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর ব্যাঙ্কিং ব্যবস্থার জাতীয়করণ করেছিল। সে সময় ভারতে একের পর এক সরকারি ব্যাঙ্ক তৈরি হয়েছিল। এমনকি দেশবাসীর বিশ্বাসও ফিরেছিল সে সময়। তবে কংগ্রেসের অবসান ঘটার পর ব্যাঙ্কিং ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন। সেই সূত্র ধরেই এবার দ্বিতীয়বারের মতো সংযুক্তিকরণ হতে চলেছে।

ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রপোজাল রিপোর্ট

বর্তমানের একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অর্থ মন্ত্রক এবং নীতি আয়োগ এ বিষয়ে আলোচনা সেরেছে। আর রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করা হবে। তার জন্য প্রপোজাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ব্যাঙ্কের অংশীদারিত্বগুলিকে খাতায়-কলমে হিসাব করেই সংযুক্ত করা হবে। ফলত যদি সংযুক্ত করা হয়, তাহলে কেন্দ্রীয়ভাবে মোট তিনটি ব্যাঙ্কেরর মধ্যেই সম্পদ সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় আহতরা পাবেন ক্যাশলেস চিকিৎসা, নতুন ব্যবস্থা চালুর পথে পশ্চিমবঙ্গ সরকার

জানা যাচ্ছে, এবার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। পাশাপাশি ব্যাঙ্ক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে যুক্ত করে দেওয়া হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে। আর ইউনিয়ন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে যুক্ত করে দেওয়া হবে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে। তবে এখনও এ বিষয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের মতামত জানানোর পর ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যেই হয়তো এই সংযুক্তিকরণ শুরু হতে পারে। সবটা নির্ভর করছে আরবিআই এর উপর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join