প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বর্ষার দুর্যোগ কাটিয়ে উঠল রাজ্য। আপাতত চলতি বছরের মত পুরোপুরি বিদায় নিল বৃষ্টি (Weather Update)। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের একাধিক প্রান্ত থেকেই গতকাল অর্থাৎ সোমবার বর্ষা বিদায় নিয়েছে। ঝাড়খণ্ড, কর্নাটক ও তেলঙ্গানার কিছু কিছু অংশ, গোয়া এবং মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল থেকে আনুষ্ঠানিক ভাবে সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এমতাবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন উঠছে আর সেটি হল কবে আসতে চলেছে শীত। এবার সেই নিয়েই বড় আপডেট দিল হাওয়া অফিস।
চলতি বছর বৃষ্টির পরিমাণ খানিক বেশি ছিল অন্যান্য বারের তুলনায়। সাধারণত অক্টোবরের প্রথম ১০ দিনের মধ্যেই বঙ্গ থেকে বিদায় নেয় বর্ষা। তবে চলতি বছরে রাজ্য ছেড়ে যেতে তার চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কেউই রেহাই পায়নি ভারী বৃষ্টি খাত থেকে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অবশেষে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে বর্ষা। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের একাধিক প্রান্ত থেকেই সোমবার বর্ষা বিদায় নিয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি হয়নি। আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে এখনই রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। অর্থাৎ, শীতের আনুষ্ঠানিক আগমন এখনই নয়। আগামী সাতদিন রাজ্যে শুষ্ক ও রোদঝলমলে আবহাওয়ার ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: ঘৃণ্য অপরাধকে প্রশ্রয় নয়! দুর্গাপুর কাণ্ডে পালাতে চাওয়া ধর্ষক দাদাকে ধরিয়ে দেয় খোদ বোন
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
চলতি বছর পুজোর পরে ভয়ংকর বৃষ্টির জেরে মহা দুর্যোগের মুখে পড়েছিল দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। লাগাতার বৃষ্টির ফলে বিভিন্ন সড়কপথে ভূমিধস হতে দেখা গিয়েছিল। মারা গিয়েছিল অসংখ্য মানুষ, যদিও সেই পরিস্থিতি কাটিয়ে অনেকটাই ছন্দে ফিরেছে উত্তরবঙ্গ। তবে বৃষ্টির দুর্যোগ পুরোপুরি কেটে যাওয়ায় উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত সর্বত্র ঝলমলে আবহাওয়া থাকার পাশাপাশি শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।