ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য! খারিজ হল আবেদন

Published:

Supreme Court On West Bengal OBC Case
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় (OBC Case) শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য। আগামী ৫ নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিলের শুনানি হওয়ার কথা। তবে চলতি সপ্তাহেই মামলার শুনানির আবেদন জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তবে তাঁর অনুরোধ খারিজ করে দিল শীর্ষ আদালত।

এমনিতেই রাজ্যে ওবিসি ইস্যু নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়। ইতিমধ্যেই ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের তরফ থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায়ে। এবার শীর্ষ আদালতে আবারও হবে এই মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে মামলার এগোনোর অনুরোধ রাজ্যের

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিলের শুনানি হওয়ার কথা। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, আজ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মামলাটি চলতি সপ্তাহেই শুনানির জন্য বিচারপতি গাভাইয়ের কাছে অনুরোধ করেন। তবে বিচারপতি জানান, নভেম্বরের ৫ তারিখেই ওই মামলার শুনানি হবে। ফলত মামলার শুনানিতে আপাতত কোনওরকম বদল আসছে না।

জানিয়ে রাখি, ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। আর কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল রাজ্য। সে সময় কয়েক লক্ষ সার্টিফিকেট বাতিল হয়। এমনকি অনেকের সরকারি চাকরিও চলে যায়। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্না এই রায় দিয়েছিলেন।

এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্য সরকার তখন আবেদন জানিয়েছিল। কিন্তু সেই মামলা নিষ্পত্তি হয়নি। কারণ মাঝেই অবসর নিয়েছিলেন বিচারপতি চন্দ্রচূড়। তারপর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হন বিআর গাভাই। তখন রাজ্যের পক্ষ থেকে মামলা করেছিল আইনজীবী কপিল সিব্বল। সে জন্যই তিনি শুনানি এগোনোর জন্য শীর্ষ আদালতের দারস্থ হলেন।

আরও পড়ুনঃ নাগরিক আচরণের শীর্ষ ৩-এ নেই বিজেপি শাসিত কোনও রাজ্য! চমক বাংলার, দেখুন তালিকা

বলাবাহুল্য, হাইকোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় বলেছিলেন, “কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রী বলে চলছেন তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেওয়া হবে। এটা কখনোই হতে পারে না। তাহলে সংবিধান লংঘন করা হচ্ছে। শুনলাম আবার কাউকে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল। আমিও বলেছিলাম ওদের রায় আমি না। আর তেমনই বলছি, বিজেপির রায় আমি কখনোই মানি না। ওবিসি রিজার্ভেশন চলছে, আর চলবে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join