আসছে শীত, তারই মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই শীত যেন আরও জাঁকিয়ে বসছে বাংলায়। দিকে দিকে আবহাওয়া শুষ্ক, বাতাসে ছাতিম ফুলের মন মাতানো গন্ধ। এদিকে সামনেই রয়েছে কালীপুজো। এরই মাঝে বাংলার আকাশ বাতাস ভালোভাবে জানান দিচ্ছে ‘শীত অব দূর নহি।’ আলিপুর আবহাওয়া দফতরে তরফে জানানো হয়েছে, রাজ্যের স্থলভাগে প্রধানত শুষ্ক বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে আবার বাংলায় কালীপুজোর সময়ে বেশ কিছু জেলায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। আপাতত এখন ভোরে ও রাতে ভালো রকমের কুয়াশা চোখে পড়ছে রাস্তায়। আগামী ১৭ অক্টোবর থেকে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা হু হু করে কমতে থাকবে বলে খবর। যদিও আজ বুধবার সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে নিশ্চয়ই ভাবছেন? চলুন জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। সব জায়গা থেকেই সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন বাংলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। নেই কোনও সতর্কতাও। তবে উপকূলের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সামান্য হালকা থেকে খুবই সামান্য বৃষ্টি হলেও হতে পারে। এখানে জানিয়ে রাখি, এখনও বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখনই রাজ্যে শীতের প্রবেশের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও নেই কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত সেখানকার আবহাওয়া মনোরম থাকবে। রাত থেকে নামবে তাপমাত্রা। দার্জিলিং কিংবা কালিম্পং জেলায় স্থানীয় মেঘের ফলে ছিটেফোঁটা হলেও বৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া

এদিনও দক্ষিণবঙ্গের উপকূলের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে নেই কোনও সতর্কতা। জানা গিয়েছে, ১৭ই অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। বিশেষ করে পুরুলিয়া জেলার কোথাও কোথাও তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে। আবার রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আগামী ১৮-২১শে অক্টোবরের মধ্যে অর্থাৎ কালীপুজোর সময়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join