‘ম্যাচ সেরার পুরস্কার তোমার’, ফাইনাল জিতে সেটাও প্রয়াত বাবাকে উৎসর্গ করতে চান রশিদ

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার 0-2 গোলে নামধারীকে উড়িয়ে IFA শিল্ডের ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচেই দুটি গোল ভাগাভাগি করেছেন লাল হলুদের পিভি বিষ্ণু এবং প্যালেস্টাইনের মহম্মদ রশিদ। বলা বাহুল্য, নামধারীর বিপক্ষে ইস্টবেঙ্গলের প্রথম গোলটাই করেছিলেন রশিদ। সেই সূত্রেই দাপট দেখিয়ে জিতেছে লাল হলুদ। এবার সেই জয় নিজের স্বর্গগত বাবাকে উৎসর্গ করলেন প্যালেস্টাইন তারকা (Mohammed Rashid Tribute)। ফাইনাল জিতে সেটাও নিজের জন্মদাতাকে উৎসর্গ করবেন লাল হলুদ স্টার।

বাবাকে হারানোর যন্ত্রণা বোঝেন রশিদ

ডুরান্ড কাপ চলাকালীন আচমকা এসেছিল খবরটা। শুনে অবশ্য বুকের বাঁ দিকের যন্ত্রণাটা সমস্ত যন্ত্রণাকে ছাপিয়ে গিয়েছিল। মাথার উপরের বটগাছটা আর নেই। খবরটা জানতে পেরে পায়ের তলার মাটিটাও বোধ হয় সরছে সরছে অনুভূত হয়েছিল ইস্টবেঙ্গল তারকার। তবে অনেকটা সময় কেটেছে। স্বাভাবিক জীবনেও ফিরতে শুরু করেছেন রশিদ। তবে বাবার সাথে থাকা স্মৃতিগুলো কি আর ভোলা যায়। এবার সেই সব স্মৃতিকে সঙ্গী করেই ফুটবলের ময়দানের সাফল্যটাও বাবার উদ্দেশ্যে উৎসর্গ করছেন রশিদ। ম্যাচ সেরার পুরস্কারটাও তাঁর জন্যই তোলা আছে…

মঙ্গলবার, নামধারীর বিরুদ্ধে ম্যাচ শুরু হতেই 19 মিনিটে গোল পায় ইস্টবেঙ্গল। গোলটি করেন প্যালেস্টাইন তারকা। আর এরপরই সেই গোল স্বর্গীয় বাবার উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এদিন 19 মিনিটের সাফল্যের পর দীর্ঘ আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে 42 মিনিটে পৌঁছে পিভি বিষ্ণুর পায়ে গোল পেয়েছিল লাল হলুদ। প্রথমটির পর দ্বিতীয় গোলও এসেছিল ডিফ্লেকশনে।

বলা বাহুল্য, প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল নামধারী। তবে ছন্দে বাঁধা আক্রমণের সামনে কাজের কাজ করে উঠতে পারেনি নামধারী স্পোর্টসের ছেলেরা। এদিকে লাল হলুদের হয়ে লড়াই করতে গিয়ে ম্যাচের মধ্যেই কার্ড খেয়েছিলেন নুঙ্গা। তবে সবশেষে ফলাফল ঘুরেছে ইস্টবেঙ্গলের দিকেই। এখন লক্ষ্য ফাইনাল। সেখানে জিততে পারলেই নতুন খেতাবে নাম লিখবে অস্কার ব্রুজোর দল। আর সেই ফাইনালটা জিতেই সাফল্যটাকে দূর আকাশে বাবার উদ্দেশ্যে ছুঁয়ে দিতে চান প্যালেস্টাইনের 3 নম্বর জার্সি এবং ইস্টবেঙ্গলে 74 নম্বর জার্সির অধিকারী মহম্মদ রশিদ।

অবশ্যই পড়ুন: ভুলেও ফোন করবেন না এই নম্বরগুলিতে, নিমেষের মধ্যে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

উল্লেখ্য, লাল হলুদের প্যালেস্টাইন তারকা একবার জানিয়েছিলেন, তাঁর জন্মদিন 3 জুলাই। তাই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই জাতীয় দলে তিনি 3 নম্বর জার্সি পরেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join