অস্ট্রেলিয়া সিরিজ খেলেই অবসর নেবেন রোহিত, বিরাট? নীরবতা ভাঙল BCCI

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ থেকে অবসরের পর শুধুমাত্র একদিনের সংস্করণেই খেলছেন ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যদিও ইতিমধ্যেই ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন রোহিত। হিটম্যানের বিকল্প হিসেবে দেশের একদিনের নতুন অধিনায়ক শুভমন গিল। ফলত, অস্ট্রেলিয়া সিরিজে গিলের নেতৃত্বেই খেলতে হবে কিংবদন্তি জুটিকে। আর এখান থেকে ক্রমশ গাড় হচ্ছে সংশয়।

আদৌ 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত, বিরাট? বেশ কয়েকটি সূত্র বলছে, 2027 বিশ্বকাপে খেলার ইচ্ছে রয়েছে দুই মহাতারকার, তবে নির্বাচকরা কী করবেন তা ভেবেই নাকি অস্ট্রেলিয়া সফরেই বিদায় নেবেন রোকো জুটি! এহেন আবহে রোহিত, বিরাটের ভবিষ্যৎ নিয়ে নিরবতা ভাঙল BCCI (BCCI On Rohit Virat)।

রোহিত, বিরাট প্রসঙ্গে মুখ খুলল BCCI

দীর্ঘ জল্পনার পর অবশেষে অস্ট্রেলিয়া সিরিজের আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রসঙ্গে বড় বিবৃতি এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। সম্প্রতি ANI এর সাথে কথা বলতে গিয়ে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, ‘কোহলি এবং রোহিত দলে থাকায় অস্ট্রেলিয়ায় দারুণ সুবিধা হবে। ওরা দুজনেই দুর্দান্ত ব্যাটসম্যান। এই দল নিয়েই আমরা অস্ট্রেলিয়াকে হারাতে সফল হব।’

এদিন BCCI এর সহ-সভাপতি রাজীব আরও বলেন, ‘শেষ ওয়ানডে সিরিজ, এমন কথা বলাটা ঠিক নয়। এই বক্তব্য সম্পূর্ণ অর্থহীন। একজন খেলোয়াড় কবে অবসর নেবেন সেটা সম্পূর্ণভাবে তাঁর উপরেই নির্ভর করে। আমাদের এই ধরনের বিষয়ে মনোযোগ দেওয়া উচিত নয়। রোহিত এবং বিরাট শেষ ওয়ানডে সিরিজ খেলছেন এমনটা বললে ভুল হবে।’ যদিও শুক্লার বক্তব্যের পরেও প্রিয় দুই ক্রিকেটারকে নিয়ে সংশয় কাটছে না ভক্তদের..

অবশ্যই পড়ুন: ম্যাচ সেরার পুরস্কার তোমার’, ফাইনাল জিতে সেটাও প্রয়াত বাবাকে উৎসর্গ করতে চান রশিদ

উল্লেখ্য, 2027 বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন ভক্তদের। সেই সূত্রে বলে রাখি, বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে অন্তত 24টি ওয়ানডে খেলবে শুভমনের দল। এদিকে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর আবার জানিয়েছেন, ‘রোহিত এবং বিরাট ভারতীয় ক্রিকেট বোর্ডের 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই!’ আর এর পর থেকেই ভারতের দুই সুপারস্টারকে নিয়ে ক্রমশ জোড়ালো হয়েছে সংশয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join