বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি গোটা ফুটবল বিশ্বকে কঠিন লড়াইয়ের সাক্ষী রেখে 2026 ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে মাত্র 5 লক্ষ জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সেই আবহে 140 কোটির দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে বার বার ব্যর্থ হচ্ছে ভারত। সদ্য ঘরের মাঠে ফিফা ক্রমতালিকায় 158 তম স্থানে থাকা সিঙ্গাপুরের কাছে হারের পর AFC এশিয়ান কাপের (AFC Asian Cup Qualifier) আশা কার্যত শেষ খালিদ জামিলের ভারতীয় দলের।
কিছুতেই ব্যর্থতা এড়াতে পারছে না ভারতীয় দল
প্রধান কোচ হিসেবে ভারতের দায়িত্ব নেওয়ার পরেই নেশনস কাপে ঘোরার মতো ছুটেছিল খালিদ জামিলের দল। তারকা খচিত ব্রিগেডে ভরসা না রেখে তরুণদের উপরই ভরসা রেখেছিলেন ভারতীয় কোচ। তাতেই দেখা দিয়েছিল আশার আলো। তবে AFC এশিয়ান কাপের বাছাই পর্বে পৌঁছেই ফের ব্যর্থতার উপরে থাকা চাদর সরিয়ে দেখা মিলল সেই চেনা ভারতীয় দলের।
গত সপ্তাহে সিঙ্গাপুরের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ড্র করে এশিয়ান কাপের আশা ধরে রেখেছিল খালিদের ছেলেরা। তবে মঙ্গলবার সেই সিঙ্গাপুরেরই মুখোমুখি হয়ে 2-1 ব্যবধানে হারল ভারত। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত সপ্তাহের ম্যাচে একাধিকবার সুযোগ নষ্ট সহ ভুল পাস নিয়ে একেবারে কুৎসিত ফুটবল খেলেছিল ভারত। সেই তুলনায় গতকালের লড়াইটা ছিল নিজেদের বাঁচিয়ে রাখার। গত ম্যাচের তুলনায় ঢের ভাল ফুটবল খেলেছে খালিদের দল। কিন্তু তাতে ফলাফলটা হলো উল্টো।
নড়বড়ে রক্ষণ নিয়েই হারতে হল ভারতকে
এদিন ম্যাচের শুরুটা ভালই করেছিল সুনীল ছেত্রীর ভারত। প্রতিপক্ষের উপর একেবারে ঝাপিয়ে পড়েছিলেন জামিলের ছেলেরা। দুই উইংকে ব্যবহার করে দারুণ খেলছিল ভারতীয় দল। তবে ব্যর্থতা এল ফাইনাল থার্ডে। যার কারণে সুযোগ তৈরি করতে পারেনি ভারত। যদিও ম্যাচ 14 মিনিটে উঠলে দূরপাল্লার শটে গোল করে আত্মবিশ্বাস বাড়ান লালিয়ানজুয়ালা ছাংতে। এরপর ভারত যে আরও গোল করতে পারে দাপুটে ফুটবল খেলে কার্যত সেটা বোঝাতেই পারেননি সুনীল ছেত্রীরা।
এদিন, ভারতের কাছে গোল খাওয়ার পর একেবারে নড়েচড়ে বসেছিল প্রতিপক্ষ। প্রথম গোলের পরই ক্রমাগত আক্রমণ বাড়ায় সিঙ্গাপুর। সেই আক্রমণকে ঠেকিয়ে গোল করার বদলে উল্টে চাপে পড়ে যায় ভারতীয় ব্রিগেড। যার নেপথ্যে অন্যতম কারণ দুর্বল রক্ষণভাগ। যা মঙ্গলবার সিঙ্গাপুরের সামনে বারবার উন্মুক্ত হয়ে গিয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ম্যাচের 44 মিনিটের মাথায় গোল করে বসেন সিঙ্গাপুরের উই ইয়ং সং। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দ্বিতীয়ার্ধেও। ভারতকে চাপে রেখে শুধুমাত্র রক্ষণের ভুলকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ফের গোল করেন সং। এরপর অবশ্য সেই গোল শোধ দিতে পারেনি সুনীলের দল।
অবশ্যই পড়ুন: মঙ্গোলিয়ায় তেল শোধনাগার তৈরি করছে ভারত, চেঙ্গিস খানের দেশের সাথে ৬টি বড় চুক্তি
প্রসঙ্গত, সিঙ্গাপুরের কাছে লজ্জার পরাজয়ের পর এশিয়ান কাপে যোগ্যতা অর্জন ভারতের কাছে এক প্রকার অসম্ভব। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা কার্যত শেষ। ফলে, পরবর্তী দুই ম্যাচ ভারতের কাছে শুধুই নিয়ম রক্ষার। বলে রাখি, এই মুহূর্তে 4 ম্যাচে ভারতীয় দলের সংগ্রহ মাত্র দু পয়েন্ট। পরবর্তী ম্যাচগুলি খেলে জিতলেও ভারত সর্বোচ্চ 8 পয়েন্টে পৌঁছতে পারবে। এদিকে হংকং এবং সিঙ্গাপুর দুই দলই ইতিমধ্যেই 8 পয়েন্টে রয়েছে। কাজেই চূড়ান্ত অঘটন না ঘটলে ভারতীয় দলকে কোনও শক্তিই এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যেতে পারবে না।।