সহেলি মিত্র, কলকাতাঃ হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে দীপাবলি। আর এরকম সুন্দর উৎসবকে ঘিরে সকলের মধ্যে এক আলাদাই উত্তেজনা কাজ করছে। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন অনেকে। এরই মাঝে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সকলকে বোনাস (UP Bonus) দেওয়ার ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। এর ফলে লাভবান হবেন রাজ্যের ১৪.৮২ লক্ষ কর্মী। আর এই টাকা পাবেন উত্তরপ্রদেশের কিছু সরকারি কর্মী।
১৪.৮২ লক্ষ কর্মীকে বোনাস দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
দীপাবলির আগে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের ১৪.৮২ লক্ষ নন-গেজেটেড রাজ্য কর্মচারীর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বোনাস ঘোষণা করেছেন। কর্মচারীরা এই বোনাস পাবেন, যা ৩০ দিনের বেতনের সমতুল্য, যা সর্বোচ্চ ৭,০০০ টাকা মাসিক বেতন সীমার উপর ভিত্তি করে। প্রতিটি কর্মচারী বোনাস হিসেবে ৬,৯০৮ টাকা পাবেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার বোনাস প্রদান সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা অবধি জারি করেছেন।
বুধবার যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দীপাবলির পবিত্র উৎসবের আগে রাজ্যের ১৪.৮২ সরকারি কর্মচারীদের বোনাস প্রদান করা হবে। বেতন ম্যাট্রিক্স লেভেল-8 পর্যন্ত কর্মীদের ৩০ দিনের উপস্থিতির ভিত্তিতে প্রতি কর্মচারী ৬৯০৮ টাকা পর্যন্ত বোনাস পাবেন। কর্মচারীদের নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানের প্রতি উত্তরপ্রদেশ সরকারের এটি একটি উপহার। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা!’
কারা লাভবান হবেন?
এই বোনাসটি সেই সমস্ত পূর্ণকালীন নন-গেজেটেড কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যাদের পদগুলি পে ম্যাট্রিক্স লেভেল-৮ (৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা) এবং যাদের গ্রেড পে ৪,৮০০ টাকা পর্যন্ত। এই বোনাসটি পূর্ণকালীন নন-গেজেটেড রাজ্য কর্মচারী, সরকারি বিভাগের ইনচার্জ এবং দৈনিক মজুরির কর্মচারী, রাজ্য তহবিল, স্থানীয় সংস্থা এবং জেলা পঞ্চায়েতের সহায়তায় পরিচালিত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য উপলব্ধ থাকবে।
বোনাসের ৭৫ শতাংশ কর্মচারীর ভবিষ্য তহবিল অ্যাকাউন্টে জমা করা হবে। বাকি ২৫ শতাংশ নগদ অর্থে প্রদান করা হবে। যেসব কর্মচারীর ভবিষ্য তহবিল অ্যাকাউন্ট নেই, তাদের ৭৫ শতাংশ এনএসসি হিসেবে দেওয়া হবে অথবা তাদের পিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। যেসব কর্মচারী ৩১ মার্চ, ২০২৫ সালের পরে অবসর নিয়েছেন অথবা ৩০ এপ্রিল, ২০২৬ সালের মধ্যে অবসর গ্রহণ করবেন, তারা সম্পূর্ণ বোনাসের পরিমাণ নগদ পাবেন। ২০২৪-২৫ সালে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা ফৌজদারি অভিযোগের সম্মুখীন হওয়া কর্মচারীরা বোনাস পাবেন না। বোনাসের জন্য সরকারি কোষাগারে ১,০২২.৭৫ কোটি টাকা খরচ হবে।