সৌভিক মুখার্জী, কলকাতা: আদানি গোষ্ঠী নাকি সাহারার (Sahara) সব সম্পত্তি কিনতে চলেছে! হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা 88টি সম্পত্তি ভারতের শিল্পপতি গৌতম আদানির সংস্থার কাছে বিক্রি করতে সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছিল সাহারা গোষ্ঠী। আর সেই আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার কেন্দ্র সরকার এবং বাজার নিয়ামক সংস্থা SEBI-র মতামত জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত।
আদানি গোষ্ঠীর কাছে সম্পত্তি বিক্রি করতে চায় সাহারা গোষ্ঠী
রিপোর্ট অনুযায়ী খবর, সাহারা গোষ্ঠী মোট 88টি সম্পত্তি যদি আদানি গোষ্ঠীর কাছে বিক্রি করতে পারে, তাহলে তারা লগ্নিকারীদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে পারবে বলেই জানিয়েছে গোষ্ঠীর আইনজীবী। আর সেজন্যই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সাহারা গোষ্ঠী স্পষ্ট জানিয়েছে, তাদের সংস্থার কাছে মোট 24 হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত 16 হাজার কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা তারা সেবির হাতে তুলে দিয়েছে। পরবর্তী ধাপে আরও 88টি সম্পত্তি আদানি গোষ্ঠীর কাছে বিক্রি করে লগ্নিকারীদের টাকা মিটিয়ে দিতে চান তারা।
প্রসঙ্গত, প্রয়াত বাঙালি শিল্পপতি সুব্রত রায়ের প্রতিষ্ঠিত সংস্থা সাহারা ইন্ডিয়া কমার্শিয়াল কর্পোরেশনের স্থাবর সম্পত্তির তালিকায় মুম্বাইয়ের অ্যাম্বি ভ্যালি এবং লখনৌয়ের উপকন্ঠের সাহারা নগর রয়েছে। তবে সে সময় চিটফান্ড সংস্থা তৈরি করে বিপুল টাকা তছরুপের অভিযোগ উঠেছিল ওই সংস্থার বিরুদ্ধে। এমনকি সেবির সঙ্গে দীর্ঘ আইনি লড়াইও চলেছিল। সাহারাকে সে সময় 24 হাজার কোটি টাকা জমা রাখতে বলা হয়েছিল। তারপর সেই সম্পত্তির একটা অংশ সেবির হাতে গিয়েছিল। তবে এখনও পর্যন্ত সাহারার 88টি সম্পত্তি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আরও পড়ুনঃ মিলবে ৬৯০৮ টাকা! কালীপুজোর আগে ১৪.৮২ লক্ষ কর্মীর জন্য বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর
সুপ্রিম কোর্ট কী বলল?
এ বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছে। আগামী 17 নভেম্বরের মধ্যেই কেন্দ্র সরকারকে মতামত জানানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে ওই 88টি সম্পত্তির বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সূত্রের খবর, প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে মঙ্গলবার থেকেই এই মামলার অন্তর্বর্তিকালীন শুনানি শুরু করেছে। এখন দেখার, আদানি গোষ্ঠী সত্যিই এই সম্পত্তি কেনার আগ্রহ দেখায় কিনা।