মুখ্যমন্ত্রী আসবেন বলে বাগডোগরার আবর্জনার স্তূপ ঢাকা হল নীল সাদা কাপড়ে

Published:

Bagdogra
Follow

প্রীতি পোদ্দার, বাগডোগরা: চলতি বছর পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় পর্যটকদের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। মিরিক, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির বানারহাট, নাগরাকাটা সব জায়গায় ভয়ঙ্কর পরিস্থিতি। আর সেই পরিস্থিতিতে দুর্গতদের সাহায্য করতে মিরিকের উদ্দেশ্যে গেলেন মুখ্যমন্ত্রী। এদিকে বাগডোগরার (Bagdogra) উড়ালপুলের নীচে জমে থাকা আবর্জনা মুখ্যমন্ত্রীর নজর থেকে আড়াল করতে উঠেপড়ে লাগল জেলা প্রশাসন।

আবর্জনা আড়াল করতে নীল সাদা কাপড়ের ব্যানার

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে বিপর্যস্ত মিরিকের বেশ কয়েকটি এলাকায় দুর্গতদের সাহায্য করতে সেখানে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল বেলগাছি দোহাগর হয়ে মিরিকের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই অনুযায়ী বাগডোগরা সার্ভিস রোড ধরে যাতায়াত করার কথা ছিল। এদিকে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর যাতায়াতের খবর মিলতেই ফ্লেক্স ব্যানার লাফানোর প্রস্তুতি শুরু হয়েছিল। এদিকে বছরের পর বছর ধরে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে বাগডোগরার উড়ালপুলের নীচের অংশ, তাই সেটি যাতে মুখ্যমন্ত্রীর নজর না আসে তার জন্য আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহার নির্দেশে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত জানা যায় যে ওই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী আর যাবেন না। আর তাই নিয়ে শুরু হয় তুমুল শোরগোল।

কী বলছেন পঞ্চায়েত প্রধান?

দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছে যে, বছরের পর বছর ধরে নানা আবর্জনার ভরে গিয়েছে বাগডোগরার উড়ালপুলের নীচের অংশ। রীতিমত দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে, যার ফলে রোগের প্রকোপ বাড়ছে। মাঝে মাঝে পরিষ্কার করা হলেও ফের ময়লা ফেলা হয় ওই স্থানে। কোনো রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সেখানে। আর এই অভিযোগ উঠতেই আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানান সেখানে কোনো সলিড বেস ম্যানেজমেন্টের জমি না পাওয়ায় স্থানীয়রা যত্রতত্র ময়লা ফেলে চলেছে। আবর্জনার পরিমাণ এতটাই বেড়ে যায় যে গ্রাম পঞ্চায়েতেএর নিজস্ব তহবিল থেকেও সব সময় তা পরিষ্কার করা হয়ে ওঠে না।

আরও পড়ুন: অভিষেকের নাম নিয়ে লক্ষ লক্ষ টাকার তোলাবাজি! গ্রেফতার ঘাটালের তৃণমূল কাউন্সিলর

উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে প্রশাসনিক সভা করতে জলপাইগুড়ি শহরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তার দু’পাশে ২৪ এবং ১ নম্বর ওয়ার্ডের মাঝে থাকা মোহনবাগান সরণির পাশে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড বাঁশ লাগিয়ে তাতে নীল–সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয়েছিল। আর সেই বিষয়টির ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে করে ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি তৃণমূলকেও পাল্টা বিঁধেছিলেন তিনি ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join