‘৫ হাজার কোটি টাকা কেলেঙ্কারি!’ উত্তরবঙ্গ ত্রাণ তহবিল গঠন নিয়ে বিস্ফোরক সুকান্ত

Published:

Sukanta Majumdar
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর পরে লাগাতার ভয়ংকর বৃষ্টির জেরে ঘোর বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গের একাধিক জেলায়। ভূমিধস এবং বন্যায় একের পর এক ঘর বাড়ি ভেঙে গিয়েছিল। এবার বিপর্যয় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার তৈরি করেছে নতুন ত্রাণ তহবিল। কিন্তু সেই তহবিল প্রকাশ্যে আসতেই রাজ্যের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

তহবিলকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ সুকান্তর

সম্প্রতি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর একটি ত্রাণ তহবিল গঠন করেছে রাজ্য সরকার। মূলত দুর্যোগ বিপর্যয় পরবর্তী পরিস্থিতি ঠেকাতে ও দুর্গতদের স্বাভাবিক জীবন প্রদান করতে রাজ্য সরকার এই ত্রাণ তহবিল গঠন করেছে। যেখানে যে কেউ নিজের সামর্থ্য মতো দান করতে পারবেন। যদিও এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি সমস্ত দুর্যোগ বিপর্যয়ের জন্য তৈরি করা হয়েছে। আর এবার রাজ্যের এই তহবিলকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। টাকা নয়ছয়ের অভিযোগ করলেন শাসকদলের বিরুদ্ধে।

‘প্রায় ৫ হাজার কোটি টাকার গড়মিল তহবিলে’

গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে দিল্লিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। আর সেখানে যাওয়ার পথেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তিনি। আর সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ তহবিল তৈরি নিয়ে বিস্ফোরক দাবি তোলেন বিজেপি সাংসদ। এমনকি অভিযোগ তোলেন কেন্দ্রীয় অনুদান তছরূপের। সুকান্ত বাবু এদিন বলেন, “২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের যে শেয়ার, তা প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। কোথায় গেল সেই টাকা?” এখানেই তিনি থামেননি, তিনি কেন্দ্রের তহবিল SDR ফান্ড নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, “এই SDR ফান্ডের জন্য কেন্দ্র ৭৫ শতাংশ টাকা দেয়। কিন্তু সেই ফান্ডের অর্থ ঠিক কীভাবে খরচ হল, রাজ্য তার কোনও হিসাব বা জবাব দেয়নি কেন।”

আরও পড়ুন: কালীপুজোর আগেই বড় সিদ্ধান্ত! বন্ধ থাকবে নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্ম

প্রসঙ্গত, কেন্দ্রের এই SDR ফান্ড রাজ্যগুলিকে বিপর্যয় মোকাবিলার দরুন দেওয়া হয়ে থাকে। যে কোনও বিপর্যয়ের সময় দুর্গতদের ক্ষতিপূরণ প্রদান, ধসে পড়া সড়ক-বাড়ি নির্মাণ নানা কাজেই এটি ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে এর আগেও করোনা সময়কালে এই রকমই একটি তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। মূলত, কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবিলার লক্ষ্যেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড’ নামে একটি তহবিল তৈরি করেছিল রাজ্য। এবারও একই ভাবে মানুষের পাশে দাঁড়াতে তৈরি হল নতুন তহবিল। কিন্তু তহবিলের টাকা নয়ছয় করার একের পর এক অভিযোগ তুলে শাসকদলকে বিঁধতে লাগল বঙ্গ বিজেপি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join