ভারতে প্রথম! সরকারি স্কুলেরই প্রত্যেকটি ক্লাসরুমে বসল এসি, ডিজিটাল বোর্ড

Published:

Air Conditioned School
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে, কোনও সরকারি স্কুলের প্রত্যেকটি ক্লাসরুমে এসি (Air Conditioned School) রয়েছে, তাহলে কি অবাক হবেন? অবাক হলেও এক্কেবারে সত্যি। স্কুলে এসি থাকাটা স্বাভাবিক ব্যাপার, তবে সেটা যদি ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুল হয় সেক্ষেত্রে। তবে সচরাচর সরকারি স্কুলে এসি চোখে পড়ে না। কিন্তু প্রকৃতপক্ষে দেশে এমনই একটি স্কুল তৈরি করা হয়েছে, যেখানে সবকটি ক্লাসরুমেই রয়েছে এসি। নিশ্চয়ই ভাবছেন কোন স্কুল? জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনটির উপর।

শীততাপ নিয়ন্ত্রিত সরকারি স্কুল

আসলে আমরা বলছি মালাপ্পুরমের মুট্টিপাদিতে তৈরি হওয়া একটি সরকারি স্কুলের কথা। এই স্কুলটি মূলত শিশুদের আধুনিক ও আরামদায়ক পরিবেশ প্রদান করার জন্যই তৈরি করা। জানা যাচ্ছে, আগামী 19 অক্টোবর এই স্কুল উদ্বোধন হবে। ভ্যাঁপসা গরমের সময় নাজেহাল শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে অনুকূল পরিবেশ দেওয়ার জন্যই সরকারের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নতুন ভাবে তৈরি হচ্ছে স্কুল

Zee 24 ঘণ্টার এক রিপোর্ট অনুযায়ী, প্রায় 100 বছরের পুরনো স্কুল ভবনটির অবস্থা সম্প্রতি অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। নিরাপত্তার কারণেই দীর্ঘদিন ধরে শিক্ষা পরিষেবা স্থগিত ছিল। তবে আবারও নতুন করে এই স্কুলটিকে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বর্তমানে কাজ প্রায় শেষ। আগামী 19 অক্টোবর স্কুলটির উদ্বোধন হবে। জানা যাচ্ছে, এই স্কুলটি 10 হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। স্কুলটিতে মোট মোট আটটি এসি নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, একটি স্টাফ রুম, একটি কম্পিউটার ল্যাব, একটি অফিস রুম আর একটি লাইব্রেরি রুম রয়েছে।

আরও পড়ুনঃ রাজগঞ্জে মন্দিরের জমি দখল করে বাড়ি বাংলাদেশির! ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

সবথেকে বড় ব্যাপার, এই স্কুলে স্ট্যান্ডার্ড কাঠের বেঞ্চের পরিবর্তে FRPএবং ডেস্ক বসানো হয়েছে। পাশাপাশি শিশুদের শেখার প্রতি আরও আকর্ষণ বাড়াতে সমস্ত শ্রেণীকক্ষে ডিজিটাল বোর্ড লাগানো হয়েছে। এমনকি প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ জলের অ্যাকুয়াগার্ড বসানো হয়েছে। ফলত স্কুলটি দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত সরকারি স্কুলে হিসাবে যে গড়ে উঠছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join