200MP ক্যামেরা, DSLR-র মতো জুম! লঞ্চ হল Vivo X300 সিরিজ

Published:

Vivo X300
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে বাজারে এল Vivo X300 সিরিজ। বহুদিন ধরেই ক্যামেরা নিয়ে চর্চায় রয়েছে Vivo X300। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চিনে কোম্পানি দুটি নতুন ফ্লাগশিপ স্মার্টফোন Vivo X300 এবং Vivo X300 Pro লঞ্চ করল। জানা যাচ্ছে, এর মধ্যে X300 Pro মডেলটি নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে। কারণ এতে রয়েছে 200MP একটি ক্যামেরা, যা জুমের দিক থেকে সেরা পারফরম্যান্স দেবে।

সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে  X300 Pro-র জুম

X300 Pro এর জুম ক্ষমতা নিয়ে একের পর এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ব্যবহারকারীরা দাবি করছিল যে, এই ফোনের ফটো এবং ভিডিও জুম, দুটোই DSLR-কে টেক্কা দেবে। আর কোম্পানি জানিয়েছে, এতে Samsung HPB সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে মোবাইল ফটোগ্রাফির দুনিয়ায় সবথেকে উন্নত প্রযুক্তি।

দাম এবং ভ্যারিয়েন্ট

প্রসঙ্গত, Vivo X300 এবং Vivo X300 Pro দুটি মডেলই 12GB এবং 16GB RAM ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। Vivo X300 এর দাম শুরু হচ্ছে মাত্র 54,800 টাকা থেকে। আর Vivo X300 Pro এর দাম শুরু হচ্ছে 66 হাজার টাকা থেকে। আর চিনে এই ফোন বিক্রি শুরু হবে আগামী 17 অক্টোবর থেকে। কোম্পানি জানিয়েছে, ভারতে এই ফোন সম্ভাব্য আগামী মাসে লঞ্চ হতে পারে।

Vivo X300 সিরিজের স্পেসিফিকেশন

ডিসপ্লে- এই সিরিজে রয়েছে 6.31 ইঞ্চির একটি 1.5K LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং পিক ব্রাইটনেস 4500 নিটস পর্যন্ত। এমনকি স্কিনে আর্মার গ্লাস প্রোটেকশন দেওয়া রয়েছে।

প্রসেসর- এই ফোনটি চলবে MediaTek Dimensity 9500 চিপসেটের উপর ভর করে, যা তিন ন্যানোমিটার প্রযুক্তির উপরেই তৈরি। ফলত স্পিড আর পারফরম্যান্স নিয়ে কোনওরকম চিন্তা করতে হবে না।

ক্যামেরা- ফোনটির পিছন দিকে রয়েছে তিনটি ক্যামেরা, যার মধ্যে থাকছে 200MP একটি প্রাইমারি লেন্স, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়া সামনে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যা সেলফির জন্য যথেষ্ট।

ব্যাটারি- ফোনটিতে দেওয়া হচ্ছে 6040mAh এর একটি ব্যাটারি, যার সঙ্গে 90W ফার্স্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে এবং 40W ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে। আর এই ফোনটির ওজন মাত্র 190 গ্রাম। এমনকি ফোনটিতে IP68 ও IP69 রেটিং দেওয়া থাকছে, যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে।

আরও পড়ুনঃ ফের আফগানিস্থানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের! আহত একাধিক, নিহত ৪ পাক সেনাও

সফটওয়্যার- এই দুটি ফোনেই রয়েছে Android 16 ভিত্তিক OriginOS 6 সফটওয়্যার। আর এতে নতুন AI ফিচার দেওয়া রয়েছে, যাতে ব্যাটারি ম্যানেজমেন্ট আর উন্নত ইউজার ইন্টারফেস থাকবে। ফলত, যারা একটু হাই বাজেটে মধ্যে সেরার সেরা কোনও ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join