Top 10: ফের দুর্গাপুরে ধর্ষণ, মালদহে অগ্নিকান্ড, প্রয়াত মহাভারতের কর্ণ! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ফের দুর্গাপুরে ধর্ষণ, মালদহে অগ্নিকান্ড, প্রয়াত মহাভারতের কর্ণ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ডিভিসি-কে বাঁধ ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারি মমতার

উত্তরবঙ্গে গিয়ে ডিভিসি-কে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। আর সেখানে তিনি বলেছেন, বৃষ্টি বিপর্যয়ে ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ডিভিসি-কে নিশানা করে তিনি বলেছেন, ২০ বছর ধরে ড্রেজিং করেনি তারা। সব জায়গায় একই অবস্থা। বর্ষায় জল ছাড়বে, গ্রীষ্মে জল মিলবে না। এভাবে জল যন্ত্রণায় ভুগতে থাকলে ড্যাম ভেঙে দিন। নাহলে নদীকে স্বাভাবিক গতিতে চলতে দিন। এমনকি পাহাড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর কথা বলেছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পানীয় জলের সংকটে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা

পানীয় জলের সংকট নিয়ে প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াল স্থানীয়রা। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আসানসোল পৌর নিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ছিল। আর সেখানেই বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে নাকি কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হলেও তার সুরহা মেলেনি। এ কারণেই ক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কড়া পদক্ষেপ নিয়েছে। কার্যত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) আফগানিস্তানে এয়ারস্ট্রাইক করল পাকিস্তান

ফের আফগানিস্তানের এয়ারস্ট্রাইক করল পাকিস্তান। দিনের পর দিন দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকছে। আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, আজ সকালে পাকিস্তান কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরে এয়ারস্ট্রাইক করেছে। এমনকি এতে প্রচুর আফগান নাগরিক আহত হয়েছে আর চারজন পাকিস্তানি সেনা উল্টে খতম হয়েছে। তবে আফগান বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। আর সেক্ষেত্রেও পাকিস্তানের সেনারা খতম হয়েছে। পাশাপাশি তাদের একাধিক পোস্ট ও সরঞ্জাম গুঁড়িয়ে যায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাবুলে বিস্ফোরণ ঘটেছিল। আর শনিবার ডুরান্ড লাইনের দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কোটি কোটি টাকার সম্পদ

মালদার কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমেষের মধ্যে ক্ষতি হল কোটি কোটি টাকার সম্পদ। জানা যাচ্ছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ মালদহের সুজাপুর ডাঙ্গা এলাকায় পরপর তিনটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। আর মুহুর্তের মধ্যেই গোটা এলাকা ধোয়ায় ঢেকে যায়। এমনকি সঙ্গে সঙ্গে ইংরেজবাজার দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। তারপর দুটি ইঞ্জিন আগুন নেভায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে এতে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) প্রয়াত হলেন মহাভারতের কর্ণ পঙ্কজ ধীর

৬৮ বছর বয়সে প্রয়াত হলেন মহাভারতের কর্ণ পঙ্কজ ধীর। জানা যাচ্ছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ক্যান্সারের কাছেই তাঁর জীবন যুদ্ধ হার মানল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, পঙ্কজের ক্যান্সার ছিল। তিনি এই যুদ্ধে একবার জয়ী হয়েছিলেন। তবে গত কয়েক মাস ধরে তাঁর ক্যান্সার আবারও শরীরে বাসা বাঁধে। আর অভিনেতার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। রোগের কারণে অস্ত্রপচার হয়েছিল। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। পঙ্কজের মৃত্যুর খবর গোটা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এনেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ফের দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

ফের দুর্গাপুরে ধর্ষণ। ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের পর এবার ওই ক্যাম্পাসের কয়েক কিলোমিটারের মধ্যেই আবারও ধর্ষণের চেষ্টা করা হয়েছে এক নাবালিকাকে। জানা যাচ্ছে, ৫৬ বছরের এক অভিযুক্ত নিমাই গড়াই দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকায় সোমবার রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটিয়েছে। তিনি একজন হোটেলের কর্মকর্তা। ঐদিন রাতে এলাকার এক বছর ১২ এর নাবালিকাকে লোভ দেখিয়ে বাড়ি নিয়ে গিয়েছিল সে। তারপরেই সেখানে নগ্ন করে ধর্ষণ করার চেষ্টা করেছিল ওই অভিযুক্ত। স্থানীয়রা তা দেখে ফেললে কোনওক্রমে মুক্তি পায় ওই নাবালিকা। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) দিল্লির আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের চেষ্টা

দুর্গাপুরের পর আবারও দিল্লি। তাও গণধর্ষণের চেষ্টা দিল্লির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস চত্বরে এক প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা করেছিল অভিযুক্তরা। এমনকি তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। পাশাপাশি গোপনাঙ্গেও স্পর্শ করেছে বলে খবর। ঘটনাটি ঘটে সোমবার দুপুরের দিকে। প্রাথমিকভাবে শ্লীলতাহানি আর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এমনকি নির্যাতিতার সঙ্গে কথা বলে গণধর্ষণের মামলাও দায়ের করা হয়। বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) অভিষেকের নাম করে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর

অভিষেকের নাম নিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছিলেন ঘাটালের তৃণমূল কাউন্সিলর। তবে এবার হাতেনাতে গ্রেফতার হলেন। জানা যাচ্ছে, ভুয়ো চিঠি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা তুলেছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভাষ চন্দ্র ঘোষ। সবথেকে বড় ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অনেকের থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত নামে পুলিশ। শেষমেষ রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বাংলাদেশ থেকে এসে রাজগঞ্জে মন্দিরের জায়গায় বাড়ি বানাচ্ছে শিক্ষক

রোহিঙ্গাদের দাপট দিনের পর দিন যেন বাড়ছে। রাজগঞ্জে মন্দিরের জমি দখল করেই এক বাংলাদেশী শিক্ষক বাড়ি নির্মাণ শুরু করেছে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কাঞ্চনসিড়ি গ্রামে। তিনি অবৈধ ভাবেই এ দেশে এসেছিলেন। আর সেখানকার কালী এবং হরি মন্দির দখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। গ্রামবাসীরা বারণ করা সত্ত্বেও তিনি শোনেনি। এমনকি তারা শেষমেষ পথ না পেয়ে বিডিওর দারস্ত হয়। বিডিও জানিয়েছে, কালীপুজোর পর এ বিষয়ে আলোচনা করা হবে। গ্রামবাসীরা কালীপুজোর প্যান্ডেল করতে পারছে না বলেই দাবি জানিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মহিলাদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল ইঙ্গিত, গ্রেপ্তার বর্ধমানের অভিযুক্ত

সম্প্রতি বর্ধমানে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল, এক ব্যক্তি বাইকে চেপে প্যান্টের চেইন খুলে গোপনাঙ্গ দেখিয়ে সামনে থাকা টটোর মহিলাদেরকে অশ্লীল আচরণ করছে। এমনকি নিজে মুখ আড়াল করতে মাস্ক পড়েছিল সে। ওই ভিডিও ছড়িয়ে পড়তেই তদন্তে নামে পুলিশ। অবশেষে ধরা পড়ল অভিযুক্ত বাবু বিশ্বাস। গতকাল তাকে আদালতে তোলা হয়েছিল। তবে সেখানে সে জানিয়েছে যে, নেশাগ্রস্ত অবস্থায় ছিল। মাথা ঠিক ছিল না। ওই জন্যই ভুল করে ফেলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join