এখনই জাঁকিয়ে পড়ছে না শীত, দু’দিন পর ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজকের আবহাওয়া

Published:

winter weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে গিয়ে এক দারুণ আবহাওয়ার সৃষ্টি করেছে। বৃষ্টি তো নেইই, বরং উল্টে হু হু করে কমছে একের পর এক জেলার পারদ। এখন বাংলায় সকাল থেকেই বিরাজ করছে খটখটে রোদ এবং ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা হাওয়া সকলের মন প্রাণ যেন জুড়িয়ে দিচ্ছে। যদিও হাওয়া অফিসের মতে, এই আবহাওয়া সাময়িক। সপ্তাহ শেষে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলায়। অন্যান্য দিনের মতো আজ বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার আবহাওয়া মনোরম। বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? বৃষ্টি কি হবে? জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, “উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা হাওয়া বাংলায় প্রবেশ করছে। তবে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মতো জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেলে তাদের প্রভাব আরও স্পষ্ট হবে।” এদিকে ইতিমধ্যে পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, কলকাতা, হুগলী, বাঁকুড়া, হাওড়ার তাপমাত্রা এক লহমায় অনেকটা কমে গিয়েছে। আজও উল্লেখিত জেলাগুলির আবহাওয়া মোটের ওপর মনোরম থাকবে। সেইসঙ্গে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। আপাতত টানা কয়েকদিন এরকম শুষ্ক আবহাওয়া থাকবে বলে খবর।

রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বাংলায় বৃষ্টি হবে কিনা তা জানা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বৃহস্পতিবার প্রতিটি জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। কমবে তাপমাত্রাও। তবে বৃষ্টি পরিলক্ষিত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক শুক্রবারের আবহাওয়া প্রসঙ্গে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় শীতল আবহাওয়া বিরাজ করবে। অপরদিকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায়। যদিও খুব সামান্য। ভাবছেন শীত পরেই গেল? সে গুড়ে বালি। জানা যাচ্ছে, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিক থেকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলছে।

১৮ অক্টোবর থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ অক্টোবর আবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতার কিছু অংশে, পূর্ব মেদিনীপুর,ম দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join