১ টাকায় রোজ 2GB ডেটা, আনলিমিটেড কলিং! দীপাবলি অফার আনল BSNL

Published:

BSNL
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিওয়ালি উপলক্ষে ধামাকাদার অফার নিয়ে এল BSNL। সরকারি টেলিকম সংস্থা এবার ‘দিওয়ালি বোনানজা প্ল্যান’ নিয়ে এল, যেখানে সম্পূর্ণ বিনামূল্য গ্রাহকদের সিম কার্ড দেওয়া হচ্ছে এবং এক মাসের জন্য বিনামূল্যে রিচার্জ করে দেওয়া হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এখানে প্রতিদিন 2GB করে ডেটা, আনলিমিটেড কল, SMS সহ সমস্ত সুবিধা পাওয়া যাবে। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

ফ্রিতে পরিষেবা দিচ্ছে BSNL

সম্প্রতি BSNL ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এক মাসের বিনামূল্যে 4G পরিষেবা দিচ্ছে তারা। BSNL জানিয়েছে, 15 অক্টোবর থেকে 15 নভেম্বরের মধ্যে 4G পরিষেবা দেওয়ার জন্য নতুন গ্রাহকদের কাছ থেকে মাত্র 1 টাকা করে চার্জ নেওয়া হবে। আর তার মধ্যেই দেওয়া হবে ভরপুর সুবিধা। BSNL-র দীপাবলি বোনানজা প্ল্যানের মধ্যে রয়েছে—

  • আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা।
  • প্রতিদিন 2GB করে হাই স্পিড ডেটার সুবিধা।
  • প্রতিদিন 100টি করে SMS-র সুবিধা।
  • সম্পূর্ণ বিনামূল্যে BSNL-র সিম।

কীভাবে পাবেন এই BSNL-র দিওয়ালি বোনানজা প্ল্যান?

BSNL-র দিওয়ালি বোনানজা প্ল্যান পেতে গেলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। সেগুলি হল—

  • প্রথমে নিকটতম কোনও BSNL-র গ্রাহক পরিষেবা কেন্দ্রে যান।
  • সেখানে আপনার আধার কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
  • এরপর সেখানে দিওয়ালি বোনানজা প্ল্যানের জন্য 1 টাকা টোকেন চার্জ দিতে হবে।
  • এরপর কেওয়াইসি সম্পন্ন করে বিনামূল্যে সিম সংগ্রহ করে নিতে হবে।
  • সিমটি মোবাইলে ঢোকানোর পরেই পরিষেবা চালু হয়ে যাবে।

আরও পড়ুনঃ ফের বাড়ল সোনার দাম! আজকের রেট

উল্লেখ্য, গ্রাহকদের সুবিধার্থে BSNL তাদের হেল্পলাইন নম্বর দিয়েছে 1800-180-1503। পাশাপাশি bsnl.co.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। বলাবাহুল্য, আগস্ট মাসে কোম্পানি 12.38 লক্ষেরও বেশি মোবাইল গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। সে কারণেই এখন BSNL গ্রাহক সংযোজনের ক্ষেত্রে এয়ারটেলের টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এমনকি দেশে মোট টেলিফোন গ্রাহকের সংখ্যা জুলাই মাসে 122 কোটি থেকে 122.45 কোটিতে পৌঁছেছে। আর এর পিছনে BSNL-র ভূমিকা বিশাল। তাই যদি এই অফার নিতে চান, তাহলে এখনই চলে যান BSNL-এর নিকটবর্তী কোনও রিটেইল স্টোরে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join