সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বড়সড় মন্তব্য করে বসলেন ডোনাল ট্রাম্প (Donald Trump)। কোনও কিছুতেই যেন দমতে চাইছে না মার্কিন প্রেসিডেন্ট। এবার তিনি বলে বসলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। আসলে কি তাই? মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সামনে আসতেই যোগ্য জবাব দিল নয়া দিল্লি।
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত?
সম্প্রতি হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি খুশি ছিলাম না ভারত রাশিয়া থেকে তেল কিনছে। তবে মোদী আজ আমাকে আশ্বস্ত করেছেন যে, তারা আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটি আন্তর্জাতিক বাজারে বিরাট পদক্ষেপ। এখন চিন’কেও আমরা একই কাজ করতে বাধ্য করব। মোদী একজন মহান মানুষ। তিনি আমাকে ভালবাসেন। এমনকি তিনি এও বলেছেন যে, আমি তাঁর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না। আমি বহু বছর ধরেই ভারতকে লক্ষ্য করে আসছি।”
Meanwhile Donald Trump
“I’ve watched India for years. It’s an incredible country. Every single year, you’d have a new leader.
Some would last for just a few months. But my friend Modi has been there for a long time,” pic.twitter.com/zyhVjM4GnI
— Sheetal Chopra 🇮🇳 (@SheetalPronamo) October 16, 2025
যোগ্য জবাব ভারতের
তবে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসতেই মুখ খুলেছে নয়া দিল্লি। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য ভারত সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। তেল কেনার ক্ষেত্রেও এই বিষয় মাথায় রাখা হবে বলেও জানানো হয়েছে। তবে সেখানে কোথাও ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি।
এদিকে বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত যথেষ্ট পরিমাণে তেল এবং গ্যাস আমদানি করে থাকে। বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেও আমরা দেশের সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের আমদানি সংক্রান্ত নীতি লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই নির্ধারণ করা হয়। এমনকি এও বলা হয়েছে, জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক বোঝাপড়া বাড়ানোর জন্য আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে পারে ভারত। তবে ভারত সরাসরি ট্রাম্পের মন্তব্য নিয়ে মুখ না খুললেও অনেকে মনে করছে যে, দিল্লির তরফ থেকে ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই জবাব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ১ টাকায় রোজ 2GB ডেটা, আনলিমিটেড কলিং! দীপাবলি অফার আনল BSNL
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্লোন যুদ্ধের সময় মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর আরও 25% শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা সত্ত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে নয়া দিল্লি। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক দাবির জন্য ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে নাকি বন্ধ করে দেবে, তা এখনও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। সব সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই।